Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয় গনি মিয়া বাবুল в хорошем качестве

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয় গনি মিয়া বাবুল 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয় গনি মিয়া বাবুল

আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ: ৩ নভেম্বর ২০২১ পুরানা পল্টন, সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে ‘জেল হত্যা-বঙ্গবন্ধু হত্যাকান্ড ও ২১ আগস্ট গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা’ শীর্ষক আলোচনা সভা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল,সভাপতি-বঙ্গবন্ধু গবেষণা পরিষদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সভাপতি ওমর ফারুক। উদ্বোধক হিসেবে হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সিকিউরিটি স্টক একচেঞ্জ এর সাবেক চেয়ারম্যান বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া। প্রধান আলোচক হিসেবে হিসাবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে হিসাবে উপস্থিত ছিলেন, দৈনিক নবচেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক লায়ন মোঃ সাখাওয়াত হোসেন, বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি বীরমুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি কবি আব্দুল খালেক, দৈনিক বঙ্গজননী সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান জিয়া, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ ও কবি শাফীকুর রাহী। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রকাশনা ও পাঠাগার সম্পাদক মোঃ কামাল হোসেন খান, নির্বাহী সদস্য মোঃ মাসুদ আলম, দৈনিক আজকের বাণী পত্রিকার সম্পাদক মোঃ আতিকুল ইসলাম, গীতিকার ও শিল্পী রবিউল হোসাইন প্রমুখ। আলোচনা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্টের ও ৩ নভেম্বরের শহীদদের আত্মার মাগফেরাত ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহিফল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন, অনুষ্ঠানের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন। পরিচালনায়: আজিজুল হক মিন্টু যোগাযোগ:০১৭১১-১৪৩৩৪২।

Comments