Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষা | Bar Council Enrollment MCQ Exam | CrPC Part 1

[Bar Council Enrollment MCQ Exam | CrPC Part 1] অ্যাডভোকেট হতে ইচ্ছুক সকল ল গ্র্যাজুয়েটকেই অংশগ্রহণ করতে হয় বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক অনুষ্ঠিত এনরোলমেন্ট বা তালিকাভুক্তির পরীক্ষায়, যে পরীক্ষাটি সম্পন্ন হয় তিনটি ধাপে, যথা: প্রিলিমিনারি বা এমসিকিউ, লিখিত ও ভাইভা। প্রতিটি ধাপেই পরীক্ষার্থীদের উত্তীর্ণ হতে পৃথক পৃথকভাবে। এভাবে উত্তীর্ণ হওয়া খুব- যে কঠিন তা কিন্তু নয়! তবে বিশাল ও বিস্তারিত সিলেবাস এবং সুবিন্যস্ত প্রস্তুতির অভাবে অনেক পরীক্ষার্থীই প্রাথমিক ধাপ তথা প্রিলিমিনারি বা এমসিকিউ’র ধাপটিই সফলভাবে অতিক্রম করতে ব্যর্থ হয়। পরবর্তী প্রিলিমিনারি বা এমসিকিউ পরীক্ষা আসন্ন। পরীক্ষার্থীদের এই বিড়ম্বনার কথা উপলব্ধি করে এবং অনেকের অনুরোধে আমরা উদ্যোগ নিয়েছি এই বিষয়ক টিউটোরিয়াল নির্মাণের। আমরা চেষ্টা করছি প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাসের অন্তর্গত সকল বিষয়ে একে একে এমন টিউটোরিয়াল নির্মাণের। এই উদ্যোগের অংশ হিসেবেই আমরা প্রথমে নির্মাণ করেছি ২০১২ থেকে ২০২২ পর্যন্ত মোট ৬টি প্রিলিমিনারি পরীক্ষায় ফৌজদারি কার্যবিধি তথা Code of Criminal Procedure থেকে আসা সকল অর্থাৎ ১১৫টি প্রশ্নের উত্তর ও আলোচনা নিয়ে “অ্যাডভোকেটশীপ প্রিলি টিউটোরিয়াল (০১)” এপিসোডটি। তবে প্রতিটি উত্তরের সাথে বিস্তারিত আলোচনা অন্তর্ভুক্ত করার কারণে এপিসোডটির দৈর্ঘ্য বড়ো হওয়ায় পরীক্ষার্থী-শ্রোতাদের ধৈর্য্যচুতির বিষয়টি মাথায় রেখে এপিসোডটিকে আমরা ৬টি পর্বে বিভক্ত করেছি। আমরা আশা করি, এই সংক্রান্ত প্রতিটি পর্ব এবং এপিসোড মনোযোগ সহকারে দেখলে ও শুনলে কেবল আলোচিত প্রশ্নের উত্তর সম্পর্কে জানার মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ থাকবে না বরং প্রতিটি উত্তরের সাথে অন্তর্ভুক্ত আলোচনা থেকে প্রাসঙ্গিক একাধিক প্রশ্নেরও উত্তর মিলবে অনায়াসেই। এপিসোডটির গ্রন্থনা করেছেন কে আর চৌধুরী। পাঠ করেছেন দেবাশীষ রঞ্জন সরকার, মিশকাত শুকরানা ও মিশমি। নির্মাণ করেছেন কামরুল হাসান ইমরান। আইন সম্পর্কে আপডেট পেতে ল'টিউববিডি-র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 👇👇 https://www.youtube.com/@lawtubebd?su... আমাদের ফেসবুক পেইজঃ   / lawtubebd   #barcouncilexam #lawstudents #legaleducation #LawTubeBD

Comments