Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб PSC Clerkship পরীক্ষায় কি Corruption হতে চলেছে ? PSC কেন করল এমন কাজ? হোক প্রতিবাদ। в хорошем качестве

PSC Clerkship পরীক্ষায় কি Corruption হতে চলেছে ? PSC কেন করল এমন কাজ? হোক প্রতিবাদ। 3 дня назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



PSC Clerkship পরীক্ষায় কি Corruption হতে চলেছে ? PSC কেন করল এমন কাজ? হোক প্রতিবাদ।

কতটা ঠিক করল PSC ? Corruption এর রাস্তা কি তাহলে খোলাই রইল? সমস্ত শিক্ষক, ইউটিউবার, ইনস্টিটিউট, অভিভাবক ছাত্রদের পাশে দাঁড়ান, প্রতিবাদে সামিল হন, শ্মশান গামী নিয়োগ ব্যবস্থার পরিবর্তনে অংশগ্রহণ করুন। এরা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে, হোক প্রতিবাদ। ⭕PSC ক্লার্কসীপ পরীক্ষা স্বচ্ছভাবে করতে গণ ইমেইল করুন✅ ফরমেট👇 মহাশয় / মহাশয়া আমরা, পশ্চিমবঙ্গ লোকসেবা আয়োগ (WBPSC) দ্বারা আয়োজিত ক্লার্কশিপ পরীক্ষার আবেদনকারীরা (Advertisement No- 13/ 2023), এই পরীক্ষার বিভিন্ন অসন্তুষ্টিকর নিয়মবিধিগুলির পরিবর্তনের দাবিতে কিছু বক্তব্য তুলে ধরতে চাই। আমরা, WBPSC ক্লার্কশিপ পরীক্ষার আবেদনকারীরা ইতিমধ্যে বারংবার আমাদের ক্লার্কশিপ সংক্রান্ত বিভিন্ন দাবি নিয়ে WBPSC অফিসের দারস্ত হয়ে স্মারকলিপি প্রদান করেছি। প্রায় প্রতিবার স্বারকলিপি প্রদানকালে আমাদের কিছু মৌখিক প্রতিশ্রুতি দেওয়া হলেও চুড়ান্ত ভাবে কোনো দাবীই মেনে নেওয়া হয়নি । WB PSC কর্তৃক অনুষ্ঠিত বিগত সমস্ত পরীক্ষায় বিপুল পরিমাণ অসঙ্গতির সাক্ষী হয়েছি। আগামী ১৬ এবং ১৭ ই নভেম্বর সংঘটিত হতে চলা ক্লার্কশিপ পরীক্ষায় সেই ভুলের যাতে পুনরাবৃত্তি না হয়, সেজন্যে আমাদের মূলত চারটি দাবি আমরা পেশ করেছিলাম। দাবিগুলি ক্রমান্বয়ে আলোচনা করা হলো- ১) পরীক্ষা ৪ টে শিফটে না হয়ে ১টি শিফটে করানো অথবা নরমালাইজেশন সিস্টেম চালু করা, যাতে দুর্নীতি রোখা যায় এবং পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরের সামঞ্জস্যতা রক্ষা হয়। ২) আমরা বিগত ফুড এসআই পরীক্ষাতে দেখেছি যে অনেক প্রার্থীরা অসৎ উপায়ে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে। তাই এই প্রশ্নফাঁস চক্র কে রুখতে আমরা পরীক্ষার দিন পুরো রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা অথবা প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে জ্যামার বসানোর দাবি জানাই। ৩) পরীক্ষার পর প্রশ্নপত্র এবং উত্তরপত্রের কার্বন কপি দেওয়া, যাতে পরীক্ষার্থীরা নিজেদের উত্তর করা প্রশ্নের সঠিক মুল্যায়ন করতে সমস্যার সন্মুখীন না হয়। ৪) রাজ্যের প্রতিটি পরীক্ষাকেন্দ্রে কড়া চেকিং এবং নিরাপত্তার ব্যবস্থার আশু প্রয়োজন এবং প্রশ্নফাঁস রুখতে জেলায় জেলায় হেল্পলাইন নম্বর চালু করার দাবি জানাই, যাতে পরীক্ষাহলে প্রবেশের আগে পরীক্ষার্থী কোনো রকম দুর্নীতি বা অব্যবস্থার আঁচ পেলে পরীক্ষার্থী তা ফোন করে জানাতে পারে। আমরা বারংবার এই অনুরোধ রাখলেও PSC এর তরফ মৌখিক আশা ব্যতীত কোনো বাস্তবিক পদক্ষেপের উদ্যোগ আমরা দেখতে পাইনি। তাই আমরা চাকরি প্রার্থীরা ভীষণভাবে দুশ্চিন্তায় আছি যে আগামী পরীক্ষাতেও আমরা দুর্নীতির কবলে না পড়ে যাই।আপনার কাছে বিনীত আবেদন, পরীক্ষার্থীদের দাবিগুলি পূরণ করে তাদের দুর্নীতিমুক্ত পরীক্ষায় অংশগ্রহণের সৎচিন্তা কে উজ্জীবিত করুন। আশা রাখি, উপরোক্ত দাবিগুলি পূরণ করে আপনি পরীক্ষার্থীদের ন্যায্য অধিকারের পথে তাদের এগিয়ে যেতে সাহায্য করবেন। ইতি - নিজের নাম......... ⭕যে যে EMAIL ID তে পাঠাবে👇 [email protected] [email protected] [email protected] এই তিনটে ইমেইল এ পাঠিয়ে দেবেন..এবং সবাইকে দিয়ে পাঠাবে... বেশি দিন পরীক্ষার সময় নেই তাই ইমেইলের মারফত জানানো হোক.. সবাই নিজের মতো করে প্রিপারেশন নাও, মনোবল ভাঙার কোনো প্রয়োজন নেই.. সব ভালো হবে ✅ White Politics White politics-Back Up Supported by Biswas' institute, Burdwan

Comments