Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর |কোন পদের কি কাজ? কি কি যোগ্যতা | в хорошем качестве

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর |কোন পদের কি কাজ? কি কি যোগ্যতা | 4 дня назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর |কোন পদের কি কাজ? কি কি যোগ্যতা |

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ধরন: ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২৩ অনুযায়ী এই অধিদপ্তরের সরাসরি নিয়োগের পরীক্ষাগুলো সাধারণত ৩ টি ধাপে হয়ে থাকে। যথাঃ লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ অধিদপ্তরে কর্মচারি নিয়োগ বিধিমালা ২০২৩ অনুযায়ী সকল পদের নিয়োগ পরীক্ষার জন্যই চাকরি প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। তবে বিশেষ কিছু টেকনিক্যাল পদের জন্য প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উল্লেখ্য যে উপরে বর্ণিত পদ সমূহে লিখিত এবং মৌখিক পরীক্ষায় পৃথকভাবে পাশ করতে হবে এবং মৌখিক পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর পেয়ে পাশ করতে হবে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার বিষয়ভিত্তিক প্রস্তুতি: যেহেতু ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষাগুলোর প্রশ্নের ধরন এক কোথায় প্রকাশ টাইপ এমসিকিউ এবং লিখিত এই দুই ধরনের প্রশ্নের সমন্বয়ে হয়ে থাকে। সেহেতু ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিতে পরীক্ষার্থীকে ২ ধরনের প্রশ্নের জন্যই প্রস্তুতি নিতে হবে। বিগত সালের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের লিখিত পরীক্ষার প্রশ্ন এবং সিলেবাস পর্যালোচনা করলে দেখা যায় যে, লিখিত পরীক্ষায় ভালো করতে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও পদ সংশ্লিষ্ট বিষয়গুলোতে ভালো করতে হয়। বিষয়ভিত্তিক প্রস্তুতি নিতে এই বিষয় গুলোর মধ্যে কোন টপিক গুলো গুরুত্ব সহকারে পড়তে হবে তা জানা খুব জরুরী। আসুন দেখে নেওয়া যাক ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের লিখিত পরীক্ষায় ভালো করতে কোন বিষয়ের কোন টপিক গুলো অধিক গুরুত্ব সহকারে পড়তে হবে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার বাংলা অংশের বিষয়ভিত্তিক প্রস্তুতি: ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্নগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে, বাংলা অংশের ব্যাকরণ থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন এই নিয়োগ পরীক্ষাগুলোতে এসে থাকে। তাই বাংলা অংশে ভালো করার জন্য বাংলা ব্যকরণ অংশে জোর দেওয়ার কোন বিকল্প নেই। বাংলা ব্যাকরণ অংশে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, সন্ধি বিচ্ছেদ, কারক, সমাস, বাগধারা, এক কথায় প্রকাশ, রূপতত্ব, বাক্য শুদ্ধিকরণ, বাক্য রচনা – এই বিষয়গুলোতে বিশেষ প্রস্তুতি নিলে বাংলা ব্যাকরণ অংশে ভালো করা যায়। বাংলা লিখিত অংশের জন্য ভাব-সম্প্রসারণ, পত্র লিখন, অনুবাদ এই বিষয়গুলোতে বিশেষ প্রস্তুতি নিলে লিখিত অংশে ভালো করা যায়। এছাড়া বাংলা সাহিত্য অংশে বাংলা সাহিত্যের বিভিন্ন বিখ্যাত সাহিত্যকর্ম এবং সাহিত্যিকদের নাম থেকেও প্রশ্ন আসতে দেখা যায়। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ইংরেজি অংশের বিষয়ভিত্তিক প্রস্তুতি: ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষায় আসা বিগত সালের প্রশ্নগুলো পর্যালোচনা করলে ইংরেজির গ্রামার অংশ থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখা যায়। পাশাপাশি ইংরেজি লিখিত অংশ থেকেও এই নিয়োগ পরীক্ষায় প্রশ্ন আসে। তাই ইংরেজি অংশে ভালো করার জন্য ইংরেজি গ্রামার অংশ এবং লিখিত অংশে জোর দেওয়ার কোন বিকল্প নেই। ইংরেজি গ্রামার অংশের Right form of Verb, Number, Gender, Transformation of sentence, Voice, Narration, Synonym & Antonym, Preposition, Make sentences, Fill in the blanks with suitable word, Word meaning, Spelling Correction – এই টপিক গুলোর উপর ভালো ভাবে প্রস্তুতি নিলে ইংরেজি গ্রামার অংশে ভালো করা সম্ভব। ইংরেজি লিখিত অংশের প্রস্তুতির জন্য Free hand writing, Paragraph writing, Letter, Translation এই অংশগুলোতে বিশেষ ভাবে গুরুত্ব সহকারে অনুশীলন করতে হবে। --------------------------- ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার গণিত অংশের বিষয়ভিত্তিক প্রস্তুতি: বিগত সালে অনুষ্ঠিত হওয়া ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার প্রশ্নগুলো পর্যালোচনা করলে দেখা যায় গণিত অংশের নির্দিষ্ট কিছু টপিকের উপর ভালো ভাবে প্রস্তুতি নিলে এই পরীক্ষায় ভালো ফলাফল করা যায়। বিগত সালে বহুলবার পরীক্ষায় আসা গণিত অংশের টপিক গুলো হল – পাটিগণিত: বাস্তব সংখ্যা, ল.সা.গু, গ.সা.গু, বর্গমূল, শতকরা, লাভ ক্ষতি, সুদ-কষা, অনুপাত ও সমানুপাত, বয়স সংক্রান্ত, ঐকিক নিয়ম, বীজগণিত: – উৎপাদক, মান নির্ণয় জ্যামিতি: পরিমিতি ও জ্যামিতি। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের গণিত লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর সাধারণ গণিত বইটি অনুসরণ করতে পারেন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার সধারন জ্ঞান অংশের বিষয়ভিত্তিক প্রস্তুতি: ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিগত সালে অনুষ্ঠিত হওয়া বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে সাধারণ জ্ঞাণ অংশের নির্দৃষ্ট কিছু টপিক থেকে বার বার প্রশ্ন আসে। এই টপিক গুলোতে ভালো ভাবে প্রস্তুতি নিলে সাধারণ জ্ঞান অংশে ভালো ফলাফল করা যায়। সাধারণ জ্ঞান অংশ থেকে বহুল বার পরীক্ষায় আসা টপিক গুলো হচ্ছে – বাংলাদেশের ভূপ্রকৃতি, ভৌগোলিক অবস্থান, আয়তন, সীমানা, নদ-নদী; ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও কর্ম, বাংলাদেশের অর্থনীতি, তথ্য ও প্রযুক্তির সাধাুরণ বিষয়সমূহ, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংস্থা, দেশ ও মহাদেশ পরিচিতি, পুরস্কার ও খেলাধুলা, সাম্প্রতিক গুরত্বপূর্ণ বিষয়সমূহ। #ভূমি_রেকর্ড_ও_জরিপ_অধিদপ্তর #বিসিএস_বাংলা_ক্লাস #19th_ntrca_circular #ntrca #বিসিএস #ntrca_candidate #বাংলা_ব্যাকরণ #bangla_grammar #৩৮তম_বিসিএস #৪৫তম_বিসিএস

Comments