Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб ভাবনায় লিখা (ভালোবাসা তোমার আমার) в хорошем качестве

ভাবনায় লিখা (ভালোবাসা তোমার আমার) 6 лет назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



ভাবনায় লিখা (ভালোবাসা তোমার আমার)

অনেক অনেক আগে বাসায় বিদ্যুৎ চলে গেলে আম্মা কুপি জ্বালাতেন। কারণ সেইসময় এতো এতো চার্জার লাইট ছিল না। ছিল না সৌর-বিদ্যুৎ, আই,পি,এস। একসময় কুপির তেল ফুরিয়ে যেতো। তখন ভরসা মোমবাতি। সেই মোমবাতির জ্বলজ্বলে আলোতে লেখা পড়া করেছি কত। আব্বা বলতেন, বিদ্যুৎ এর জন্য পড়ালেখা থেমে থাকবে না'কি? সুতরাং মোমবাতির আলোতেই পড়তে হবে। ক্লাস টেন পর্যন্ত এই নিয়ম মেনেই চলেছি। রাতে দরজা লাগিয়ে প্রেমপত্র লিখেছি অনেক। তবে আমার প্রেমিকার উদ্দেশ্যে নয়। সেই প্রেমপত্র লিখেছি বন্ধুর গার্লফ্রেন্ডের জন্য। বন্ধুর হয়ে আমার অনুভূতি শেয়ার করেছি। জানি, কাজটা ঠিক করি নাই তখন। কিন্তু এই এতো এতো কারো জন্য আমার অনুভূতিসিক্ত লেখা কখনো মোমবাতি জ্বালিয়ে লেখা হয় নাই আমার। এখন ঝড় বাদলের রাতে বিদ্যুৎ চলে যাবার পর প্রবল ইচ্ছে করে ঘরখানা আমার একদম অন্ধকার রাখতে। ইচ্ছে করে চার্জার লাইটখানা নিভিয়ে দিতে। ইচ্ছে করে একখানা মোমবাতি জ্বালিয়ে নিজের প্রেমিকার জন্য চিঠি লিখতে। কিন্তু সেই চিঠি খোলা কাগজে লিখতে ইচ্ছুক নই আমি। আমাদের দু'টি জীবন শুধু শুধু কেন একটা কাগজে লিখবো আমি? আমার সকল অস্ফুট, অব্যক্ত, অপ্রকাশিত অনুভূতি আমি লিখে চলি আস্ত একখানা ডায়েরির পাতায় পাতায়। অথচ মোমবাতি জ্বালিয়ে আমার আর লেখা হয়ে ওঠে না। সেই মোমবাতির ঈষৎ আলোতে লেখার অনুভূতি কেমন তা আমার কাছে অজানা। এরপর বাসায় বিদ্যুৎ চলে গেলে অন্ততপক্ষে একটা পৃষ্ঠা আমি লিখতে চাই মোমবাতির সেই রক্তিমা আলোতে। আমার সেই অনুভূতি মোমবাতির আলোর মাঝে মিশে কেমন হবে তা জানবার আগ্রহ তৈরি হয়েছে প্রকটভাবে। দেখি, একদিন গভীর শুনশান রাতে লিখেই ফেলবো এক পৃষ্ঠা। ছোট্ট এই একজনমে আমার ছোট্ট ইচ্ছেখানা অপূর্ণ রবে কেন! লিখেই ফেলবো কোনো এক বিদ্যুৎহীন নিস্তব্ধ, নীরব, মায়াবী জ্যোৎস্নামাখা, অথবা বৃষ্টিনামা রাতে। লিখেই ফেলবো। অরনান

Comments