Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб জেব্রা ফিঞ্চ পাখি পালন পদ্ধতি | Zebra Finch Rearing Bangla | Finch Pakhi Palon | Finch Pakhir Dam в хорошем качестве

জেব্রা ফিঞ্চ পাখি পালন পদ্ধতি | Zebra Finch Rearing Bangla | Finch Pakhi Palon | Finch Pakhir Dam 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



জেব্রা ফিঞ্চ পাখি পালন পদ্ধতি | Zebra Finch Rearing Bangla | Finch Pakhi Palon | Finch Pakhir Dam

জেব্রা ফিঞ্চ পাখি পালন পদ্ধতি | Zebra Finch Rearing Bangla | Finch Pakhi Palon | Finch Pakhir Dam বাহারি রঙের জেব্রা ফিঞ্চ পোষা পাখির জগতের সবচেয়ে ছোট পাখি। পাখিটির মজার চঞ্চলতা আর শীষ দিয়ে ডাকাডাকি যে কারো মনকে প্রশান্ত করবে। গ্ৰো লাইফের এবারের এপিসোড এ থাকছে কিভাবে জেব্রা ফিঞ্চ পাখি পালন করতে হয় । কিভাবে জেব্রা ফিঞ্চ পাখির ব্রিডিং করাতে হয় এরা কত দিন বয়সে ডিম বাচ্চা করে এবং কিভাবে ফিঞ্চ পাখির খাদ্য তৈরি করতে হয় । আর সাথে জানবেন আপনি যদি একজোড়া জেব্রা ফিঞ্চ কিনতে চান তবে কত টাকা দাম পড়বে আর এদের একটা নতুন সেট আপ তৈরি করতে কেমন খরচ হতে পারে। জেব্রা ফিন্স পাখি প্রায় ৪ ইঞ্চি থেকে ৫ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। পাখিগুলোর গড় ওজন 10 থেকে 12 গ্রাম জাত ভেদে এরা বিভিন্ন রঙের হতে পারে। বেশিরভাগ জেব্রা ফিঞ্চ পাখি দেখতে এরকম কয়েকটি কালারের মিশ্রণের হতে দেখা যায়। এদের শরীরে সাদা কালো দাগ থাকে বলে এদের নামকরণ করা হয়েছে জেব্রা ফিঞ্চ। জেব্রা ফিঞ্চ পাখির জনপ্রিয় জাতগুলোর মধ্যে রয়েছে জেব্রা ফিঞ্চ পাখির মধ্যে সাধারণত দুইটি কালার বেশি দেখা যায় একটি হলো পুরোপুরি সাদা কালার আরেকটি হলো সাদা-কালো ডোরাকাটা কালারের জেব্রা ফিঞ্চ। এবার আসুন জেনে নেই জেব্রা ফিঞ্চ পাখি পালন পদ্ধতি ফিঞ্চ পাখি পালন করতে হলে প্রথমেই আপনার প্রয়োজন হবে একটি খাঁচা। সাধারণভাবে জেব্রা ফিঞ্চ খুব একটা মারামারি করেনা তাই কয়েক জোড়া পাখি একসাথে রাখা যায়। ফিঞ্চ এর জন্য ব্যবহৃত খাতা সর্বনিম্ন সাইজ হচ্ছে 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি। এরকম একটি খাচায় আপনি 3 থেকে 4 জোড়া ফিনস রাখতে পারবেন।তবে ব্রিডিংয়ের জন্য পালন করলে আলাদা আলাদা খাচায় পালন করাই ভালো হবে। আবার আপনি চাইলে বাজিগারের জন্য ব্যবহৃত 18/12 সাইজের খাঁচাতে জেব্রা ফিঞ্চ পাল্টা পারবেন। এখানেও পাখির ব্রিডিং করাতে পারবেন। কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে বড় সাইজের খাঁচা দিয়ে কয়েক জোড়া একসাথে পালন করা। এতে পাখিগুলো ওড়ার জন্য অতিরিক্ত জায়গা পায়। আপনি যদি ফিঞ্চ পাখির জন্য 18/18 সাইজের একটা খাঁচা কিনতে চান। তবে প্রতিটি খাঁচার দাম পড়বে 400 থেকে 600 টাকার মধ্যে। অন্যদিকে 18/12 সাইজের খাঁচা কিনতে চাইলে দাম পড়বে আড়াইশো থেকে 400 টাকার মধ্যে। খাঁচার পাশাপাশি ফিঞ্চ পাখি পালন করতে আপনার প্রয়োজন হবে একটা খাবারের পাত্র একটা পানির পাত্র এবং পাখির ডিম পাড়ার জন্য একটা নেস্টিং বক্সের। তাছাড়া জেব্রা ফিঞ্চ পালন করলে পাখির খাঁচার পানি প্রতিদিন পরিবর্তন করে দিতে হবে। সপ্তাহে কমপক্ষে দুইবার খাঁচা পরিষ্কার করতে হবে। এই নিয়মগুলো মেনে ফিঞ্চ পাখি পালন করলে আপনার ফিনস গুলো সব সময় সুস্থ সবল থাকবে। ফিঞ্চ পাখির ব্রীডিং সম্পর্কে জেনে নেয়া যাক বিডিং এর জন্য পালন করলে খাঁচায় একজোড়া করে পাখি পালন করা ভালো। তবে কয়েক জোড়া পাখি ও আপনি একসাথে পালন করতে পারেন এবং ওদের থেকে ডিম বাচ্চা উৎপাদন করাতে পারেন। ১। ফিঞ্চ পাখির বয়স যখন ছয় থেকে আট মাস তখন এদের প্রজননের সবচাইতে উপযুক্ত সময়। ২। জেব্রা ফিঞ্চ পাখির বাসা তৈরি করার জন্য বাঁশের তৈরি ঝুড়ি হল আদর্শ। তবে ফিঞ্চ পাখি কে আপনি মাটির মটকা তে অথবা প্লাস্টিকের মটকা তে, অথবা ব্রীডিং বক্স এ বাসা তৈরি করতে দিতে পারেন। জেব্রা ফিঞ্চের ঝুড়ির মধ্যে বাসা তৈরির জন্য শুকনো ঘাস নারিকেলের খোসা ইত্যাদির প্রয়োজন হয়। সঠিকভাবে পাখিগুলোর ব্রিডিংয়ের জন্য এদের খাঁচা গুলো একটু নিরিবিলি পরিবেশে রাখতে হয়। ৩। বাসা বানানো হয়ে গেলে স্ত্রী পাখি উক্ত বাসার মধ্যে ৫-৬ টি ডিম পাড়ে। এই পাখির ডিম থেকে বাচ্চা বের হতে ১২ থেকে ১৩ দিন সময় লাগে। বেঙ্গলি ফিঞ্চ পাখির বাচ্চা গুলো মোটামুটি এক মাস বয়সে নিজে থেকে খাবার খেতে পারে এবং উঠতে শিখে। সঠিক নিয়েমে যত্ন করলে ও পরিচর্যা করলে বেঙ্গলি ফিঞ্চ পাখি 5 থেকে 6 বছর বাঁচে। বেঙ্গলি ফিঞ্চ পাখি প্রায় ৪ বছর বয়স অবধি প্রজনন করতে সক্ষম। জেব্রা ফিঞ্চ পাখির খাদ্য ১। ফিঞ্চ পাখিকে সাধারনত ছোট দানাদার খাদ্য খেতে দেয়া হয়। গরে এক জোড়া পাখি মাসে ২০০ থেকে ৩০০ গ্রাম খাবার খায়। প্রতি কেজি খাবারের মূল্য 80 থেকে 120 টাকা। ফিঞ্চ পাখির জন্য পাঁচ কেজি খাবার তৈরীর একটা তালিকা এখানে তুলে ধরা হলো। ৫ কেজি খাবার তৈরি চিনা ২.৫ কেজি কাউন ১.৫ কেজি ক্যানারি ৫০০ গ্ৰাম গুজিতিল ২০০ গ্ৰাম পোলাউ ধান ২৫০ গ্ৰাম সরিষা ৫০ গ্ৰাম ৩। শাক সবজির মধ্যে বরবটি এবং সবুজ শাক মাঝে মধ্যে পাখিকে খেতে দেয়া যেতে পারে। সজনে পাতা কলমি শাক পালং শাক ডাটা শাক ধনিয়া পাতা এগুলো মাঝে মাঝে পাখিকে দিতে হয়। তাছাড়া বিভিন্ন পাখি বিভিন্ন শাক সবজি বেশি পছন্দ করে আপনি যদি কমন কোন কিছু সম্পর্কে জানতে চান যেটা সব পাখি খাবে সে ক্ষেত্রে বলতে হবে দূর্বাঘাসের কথা কারণ দূর্বাঘাস সব ধরনের পাখি খুব পছন্দ করে খায়। ৪। ফিঞ্চ পাখির খাঁচার মধ্যে খাবারের সঙ্গে সঙ্গে একটা সমুদ্রের ফেনা Cuttle fish bond এর টুকরা দিতে পারেন। যা থেকে ক্যালসিয়াম, ফদফরাস ইত্যাদি মিনারেলস পাওয়া যায়। এবার আসুন জেনে নেই জেব্রা ফিঞ্চ পাখির দাম কত।

Comments