Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



কম দামে জমি কেনার গোপন কৌশল ফাঁস I কম মূল‍্যে ভালো জায়গা কিভাবে কিনবেন

কম দামে জমি কেনার গোপন কৌশল ফাঁস I কম মূল‍্যে ভালো জায়গা কিভাবে কিনবেন #কম_দামে_জমি #জমির_ব‍্যবসার_নিয়ম #জমিতে_ইনভেস্ট একটি জমির ভবিষ্যত কী হবে তা অনেকটা নির্ভর করবে উক্ত এলাকায় বিনিয়োগের ভবিষ্যৎ সম্ভাবনা এবং উন্নয়নমূলক পরিকল্পার উপর। অর্থাৎ, যদি উক্ত জমির কাছাকাছি রাস্তা, অবকাঠামো এবং বাণিজ্যিক মূলক কোন উন্নয়ন চলতে থাকে, তবে সেখানে জমির মূল্য বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বসুন্ধরা আবাসিক এরিয়া ঠিক এমনই একটি উদাহরণ। ২০০৮ সালের একটি জরিপ এর তথ্য অনুসারে, বসুন্ধরায় প্রতি স্কয়ার ফিট জমির ক্রয়মূল্য ছিল ৭৭৯২.৫৪ টাকা। কিন্তু পরবর্তী ১০ বছরের মধ্যে প্রতি স্কয়ার ফিট জমির মূল্য বেড়ে হয়েছে ৩৬,৭৭৯ টাকা। যদিও এই মূল্যবৃদ্ধির পেছনে বেশ কিছু কারণ ছিল, তবে সে সময়ে বসুন্ধরা এরিয়ায় যে সমস্ত উন্নয়নমূলক কাজ হয়েছিল, সেগুলোই মূলত এই মূল্য বৃদ্ধিতে প্রভাব ফেলেছে। অন্যদিকে ঢাকার পাশের এলাকা পূর্বাচলের চিত্রও অনেকটা একই রকম। উন্নয়নের ধারায় বর্তমান সময়ে পূর্বাচল বেশ এগিয়েই আছে। তাই সঠিক জমিতে বিনিয়োগ এর কথা ভাবলে সেখানকার সুযোগ-সুবিধা এবং ভবিষ্যতের সম্ভাবনার দিকগুলো অবশ্যই বিবেচনা করে তবেই বিনিয়োগের সিদ্ধান্ত নেয়া হবে বুদ্ধিমানের মতো কাজ। বিনিয়োগের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে উপরে উল্লেখিত প্রতিটি বিষয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও বাস্তবিক অর্থে জমি কেনার ক্ষেত্রে এর প্রভাব একেক জায়গায় একেক রকম হতে পারে। যেমন ধরুন, ভবিষ্যতের বিনিয়োগের জন্য কোন এলাকা বেশ সম্ভাবনাময়, কিন্তু বর্তমানে সেখানে বিনিয়োগের সুযোগ তেমন একটা নেই। কিন্তু তা সত্ত্বেও উক্ত এলাকার জমি বেশ মূল্যবান বলেই বিবেচিত হবে। আর তাই আশা করা যাচ্ছে, সঠিক জমিতে বিনিয়োগ এর জন্য এলাকা নির্বাচন এবং উক্ত জমিতে বিনিয়োগ করার ক্ষেত্রে কোন কোন বিষয় বিবেচনা করতে হবে তা নির্ধারণ করতে এই ব্লগটি আপনার জন্য উপকারী হবে। প্রতিদিন 🆕️ নিত্যনতুন ভিডিও 🆕️ পেতে Channel টি Subscribe করে পাশে Bell 🔔 icon ক্লিক করুন । আপনারা 🎬 নতুন কি কি নিয়ে ভিডিও 🎬 দেখতে ইচ্ছুক ? এখুনি ✍কমেন্টস করে জানিয়ে দেন । ধন্যবাদ ।।।

Comments