Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



ইউরেনিয়ামের ভাঙ্গনকাল Uranium Half life how much year in bangla with animation Ep 03

✅Facebook ID ►   / jommanbhuiyan   ✅Facebook page ►   / bigganpic   ✅For Branding and Business inquiries ► [email protected] This video about Uranium half life how much year in bangla/bengali with animation. যে সকল মৌলের নিউক্লিয়াস আনস্টেবল অর্থাৎ অস্থিতিশীল সেই সকল মৌল তেজস্ক্রিয় রশ্মি নির্গত করে স্টেবল অর্থাৎ স্থিতিশীল হওয়ার চেষ্টায় থাকে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহৃত U235 এর নিউক্লিয়াস আনস্টেবল ফলে U235 তেজস্ক্রিয় রশ্মি নির্গত করে স্থিতিশীল হবার চেষ্টায় থাকে। এই প্রক্রিয়াটি মৌল ভেদে শতশত কোটি বছর পর্যন্ত চলতে পারে।পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি U235 এর ক্ষেত্রে এই সময়কাল কত এবং ইউরেনিয়ামকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হতে ৩ থেকে ৫ বছর পর সরিয়ে ফেলার হয় কেন সেটাই বলার চেষ্টা করব এই ভিডিওতে।সকল তেজস্ক্রিয় মৌলের half-life অর্থাৎ অর্ধায়ু বলে একটি বিষয় আছে। একটি মৌলে উপস্থিতি মোট পরমাণু অর্ধেক ভাঙতে যে সময় লাগে তাকে ঐ মৌলের অর্ধায়ু বলে। মনে করুন, আপনার কাছে 100 টি ইট আছে এর মধ্যে থেকে অর্ধেক অর্থাৎ 50 টি ইট ভাঙতে যেই সময় লাগবে তাকেই অর্ধায়ু বলা হবে। অবশিষ্ট ৫০টি ইটের অর্ধেক অর্থাৎ 25 টি ইট ভাঙতে যে সময় লাগবে সেই সময়কেও অর্ধায়ু বলা হবে। U238 আইসোটোপের অর্ধায়ু 400 কোটি বছর U235 আইসোটোপের অর্ধায়ু 70 কোটি বছর এবং U234 আইসোটোপের অর্ধায়ু 25 হাজার বছর। 235 গ্রাম ভরের একটি U235 আইসোটোপ খন্ডে পরমাণুর সংখ্যা 602,214,090,000,000,000,000,000+ টি। সংখ্যাটি খুবই বিশাল। সংখ্যাটির বিশালতা বোঝানোর জন্য স্কুলের স্যার একটি উদাহরণ দিতেন সেটি হচ্ছে যদি এই পরিমাণ সরিষা দানা পৃথিবীতে ছিটিয়ে দেওয়া হয় তাহলে মানুষের পা হাঁটু পর্যন্ত সরিষায় ডুবে যাবে। তাহলে আন্দাজ করতে পারছেন সংখ্যাটি কত বিশাল। টাকার হিসেবে একটি উদাহরণ দেই,আপনার কাছে যদি এই পরিমাণ টাকা থাকে এবং আপনি প্রতি সেকেন্ডে 100 কোটি টাকা করে খরচ করেন তবে এই পরিমাণ টাকা খরচ করতে আপনাকে বেচে থাকতে হবে 1900 কোটি বছর। যাইহোক হিসেবের সুবিধার জন্য আমরা ধরে নেই 235g ইউরেনিয়ামে পরমাণুর সংখ্যা মাএ 200 টি তাহলে এই 200টি পরমাণুর অর্ধেক অর্থাৎ 100টি পরমাণু ভাঙতে সময় লাগবে 70 কোটি বছর অবশিষ্ট থাকবে আরো 100 টি। এই 100 টি পরমাণুর অর্ধেক ভাঙতে সময় লাগবে আরো 70 কোটি বছর অবশিষ্ট থাকবে 50 টি পরমাণু, অবশিষ্ট 50টি পরমাণুর অর্ধেক ভাঙতে সময় লাগবে আরো 70 কোটি বছর, অবশিষ্ট থাকবে 25 টি পরমাণু এই ভাবে চলতে থাকবে, তাহলে ভেবে দেখুন এই পরিমাণ পরমাণু ভেঙে শেষ হতে কি পরিমাণ সময় লাগবে?এই হিসেবটি শুধুমাত্র 235 গ্রাম ইউরেনিয়ামের জন্য যেখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত ইউরেনিয়ামের পরিমাণ এর চেয়ে অনেকঅনেক বেশি।তারমানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম বান্ডেল স্থাপন করার পর অনায়াসে হাজার কোটি বছর বিদ্যুৎ পাওয়ার কথা তাহলে ৩থেকে ৫ বছর পর পর ইউনিয়ন বান্ডেল পরিবর্তন করা হয় কেন? কারন এই সময়ের পর থেকে বাণিজ্যিক ভাবে লাভবান হওয়ার মতো পর্যাপ্ত বিদ্যুৎ পাওয়া যায় না সময় এর সাথে সাথে ইউরেনিয়ামের ভাঙ্গনের গতি কমে আসে ফলে তাপশক্তি পাবার পরিমাণও কমে আসে। ইউরেনিয়ামে থাকা মোট শক্তির খুব ছোট একটি অংশ আমরা ব্যবহার করতে পারছি সিংহ ভাগই অপচয় হচ্ছে যদিও বিজ্ঞানীরা বিভিন্নভাবে চেষ্টা করছেন কিভাবে ইউরেনিয়াম থেকে প্রাপ্ত শক্তি আরো বেশি কার্যকর ভাবে ব্যবহার করা যায়।ইউরেনিয়াম বান্ডেলের ব্যবহার শেষে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হতে বের করার পর সার্বক্ষণিক ঠান্ডা থাকে এমন স্থানে রাখা হয় এবং সেই সাথে সাথে ওই স্থানটি সুরক্ষিত হতে হয় যেন ইউরোনিয়াম ব্যান্ডেল থেকে নির্গত তেজস্ক্রিয় রশ্মি বায়ুমণ্ডলের সংস্পর্শে না আসে।এই ব্যবস্থাটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভেতরেই করা হয় যাকে বলা হয় colling base।cooling base এ ইউরেনিয়াম বান্ডেল গুলোকে প্রায় 10 বছরের মতো রাখা হয় তারপর এদেরকে কংক্রিট দিয়ে ঢালাই করে ফেলা হয় তখন এদেরকে বলা হয় পারমাণবিক বর্জ্য। #BigganPiC #Uranium_Half_Life #radioactivity #science #physics Video clip use under creative commons license and fair use policy. Video edit by filmora Attribution: Stable and Unstable Nuclei | Radioactivity | Physics | FuseSchool    • Stable and Unstable Nuclei | Radioact...   Radiation Rays: Alpha, Beta and Gamma    • Radiation Rays: Alpha, Beta and Gamma   How It's Made Uranium P2    • Видео   Nuclear Power Plant Safety Systems    • Nuclear Power Plant Safety Systems   Nuclear Energy    • Nuclear Energy   https://www.pexels.com ˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍ Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. ˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍ

Comments