Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



বিশ্বের সেরা ১০ টি স্বাদের আম ( Top 10 Tasty mangoes in the World)🥭🥭

আলফানসো আম (যা 'কাকডি হাপুস' নামেও পরিচিত অর্থ হচ্ছে কাগজের মতো পাতলা খোসা।) উপমহাদেশের সবচেয়ে দামি আম।[১][২][৩][৪] বর্তমানে বাংলাদেশেও এই আম উৎপাদিত হচ্ছে। পর্তুগীজ এক সামরিক বিশেষজ্ঞেরআলফানসু ডি আলবাকারকির নামানুসারে এই আমের নাম রাখা হয়। ভারতে উৎপন্ন হওয়া সবচেয়ে উন্নত জাতের আম হল আলফানসো। আমের রাজা বলা হয় আলফানসোকে। ভারতের জাতীয় ফল আম আর বাংলাদেশের জাতীয় গাছ হল আম গাছ কারাবাও দ্য কারাবাও আমহিসাবে পরিচিত ফিলিপাইন আমের বা মণিলা আম, ইহা একটি বিভিন্ন এর আমের থেকে ফিলিপিন্স.[1] এটি আমের অন্যতম গুরুত্বপূর্ণ জাতের চাষ হয় ফিলিপিন্স। বিভিন্নতা এর মিষ্টি এবং বহিরাগত স্বাদের কারণে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়।[2][3] ১৯৯৫ সালের সংস্করণে আমের জাতটি আমেরিকার কাছে মিষ্টি হিসাবে তালিকাভুক্ত হয়েছিল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস.[4] এর নামকরণ করা হয়েছে কারাবাও, গৃহপালিত একটি দেশীয় ফিলিপিনো জাত জলহস্তী.[5] 14 টি পৃথক আছে স্ট্রেন কারাবাও আমের।[6] এই স্ট্রেনগুলির মধ্যে তালাবান এবং ফ্রেসকো অন্তর্ভুক্ত রয়েছে গুইমারাস, এমএমএসইউ সোনার ইলোকোস অঞ্চল এবং লামাও এবং মিষ্টি এ্যালিনা জাম্বালেস। কৃষি গবেষণা ব্যুরো দ্বারা পরিচালিত একটি তুলনামূলক গবেষণা কৃষি বিভাগ 2003-এ পাওয়া গেছে যে জাম্বালের মিষ্টি এলিনা হ'ল মিষ্টি কারাবাও আমের স্ট্রেন।[7] দ্য মেক্সিকান অ্যাটাল্ফো এবং মানিলিটা আমের ফিলিপাইনের আম থেকে চাষাবাদগুলি অবতরণ করে ম্যানিলা গ্যালিয়ন 1600-1800 এর মধ্যে বাণিজ্য। এই উভয় জাতকেই মাঝে মধ্যে বাণিজ্যে "মণিলা আম" হিসাবে উল্লেখ করা হয়এনসাইক্লোপিডিয়া site:wikigbn.icu ল্যাংড়া আম বা বারানসী আম হল আমের একটি বিখ্যাত জাত যা ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে চাষ করা হয়। এটি ভারতের অন্যতম একটি বিখ্যাত আম।[১] এটি পশ্চিমবঙ্গ সহ সমগ্র উত্তর ভারতে চাষ করা হয়।[২][৩] এই আম পাকার পর খানিক হলদে রঙের হয়। জুলাই মাসের দিকে এই আম পাকতে শুরু করে এবং বাজারে পাওয়া যায়। এই আমকে ছোটো ছোটো টুকরো করার ক্ষেত্রে আদর্শ বলে মনে করা হয়। এছাড়া নানা আম থেকে তৈরী খাদ্যের ক্ষেত্রেও আদর্শ বলে মনে করা হয়। দেশে যে কটি উৎকৃষ্ট জাতের আম এগুলোর মধ্যে ল্যাংড়া সবচেয়ে এগিয়ে। পাকা অবস্থায় হালকা সবুজ থেকে হালকা হলুদ রাং ধারণ করে। ফলের শাঁস হলুদাভ। কাঁচা অবস্থায় আমের গন্ধ সত্যিই পাগল করা। অত্যন্ত রসাল এই ফলটির মিষ্টতার পরিমাণ গড়ে ১৯.৭%। বোঁটা চিকন। আটি অত্যন্ত পাতলা। পোক্ত হবার পর সংগ্রহীত হলে গড়ে ৮-১০ দিন রাখা যাবে। হিমসাগর পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত আম। এছাড়া বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরা জেলাতেও এই আমের চাষ হয়। এই আমের মিষ্টি সুগন্ধ ও স্বাদ পৃথিবীর অন্যান্য আমের থেকে ভিন্ন। তাই সারা পৃথিবীতে স্বাদ ও গন্ধের জন্য এই আম বাণিজ্যিক ভাবে বহুল পরিমানে চাষ করা হয়। হিমসাগর আম এতোই জনপ্রিয় যে , এই আমকে আমের রাজা বলা হয়। এই আমের ভিতরের রং হলুদ ও কমলা(রং) এবং কোন আঁশ নেই।[১] হিমসাগর আম জুন মাসে গাছে পাকতে শুরু করে এবং জুনের শেষের দিকে পূর্ণ বাজারজাত করা হয়। এই আম ভারতের নদীয়া , মুর্শিদাবাদ , মালদহ এবং হুগলীতে চাষ করা হয়    • Видео      • পোকা খাওয়া গাছ (Venus Fly Trap)      • Parts Assembling of Mini Garden Tille...      • Видео      • Видео      • এক বিকেলে কমলা ও মাল্টার বাগানে ( Roa...      • কমলা ও মাল্টা বাগানে একদিন (পর্ব-০২)      • Видео      • The Biggest Flower in Earth ( পৃথিবীর...      • Видео      • কীটনাশক/বালাইনাশক ব্যবহারবিধি ( Using...      • বিদেশী ফলের বাংলাদেশ (Exotic Fruits i...      • Видео   Music-    • Видео      / @agriculturegallery-krishig6440  

Comments