Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб তাল লয় ছন্দের মিশেলে দেশীয় বাদ্যযন্ত্রের আদিঘর যতীন এন্ড কোং | Jatin & Co. Musical Instruments Shop в хорошем качестве

তাল লয় ছন্দের মিশেলে দেশীয় বাদ্যযন্ত্রের আদিঘর যতীন এন্ড কোং | Jatin & Co. Musical Instruments Shop 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



তাল লয় ছন্দের মিশেলে দেশীয় বাদ্যযন্ত্রের আদিঘর যতীন এন্ড কোং | Jatin & Co. Musical Instruments Shop

যাঁরা সংগীত চর্চা করেন তাঁদের কাছে ‘যতীন অ্যান্ড কোং’ একটি পরিচিত নাম। পুরনো ঢাকার কোর্ট-কাচারি পেরিয়ে শাঁখারি বাজারের রাস্তা দিয়ে যেতেই ১৪ নম্বর শাঁখারি বাজারে যে দোকানটি; তাই বর্তমান ‘যতীন অ্যান্ড কোং’-এর ঠিকানা। দোকানের সামনেই পুরনো সাইনবোর্ডে লেখা ‘স্থাপিত ১৯১০ ইং’। এটি প্রতিষ্ঠা করেছিলেন কেরানীগঞ্জের বাঘৈরে জন্ম নেওয়া যতীন্দ্র মোহন মণ্ডল। ১৯৭০ সালে যতীন্দ্র মোহনের মৃত্যুর পর তা এখন পরিচালনা করছেন তাঁর ছেলে সুনীল কুমার মণ্ডল ও নাতি সরজিৎ মণ্ডল। যতীন্দ্র মোহনের জন্ম ১৮৮০ সালে। প্রাইমারি স্কুল শেষ না করতেই বসতবাড়ি চলে যায় বুড়িগঙ্গায়। অভিভাবকহীন কিশোর জীবিকার সন্ধানে ঢুকে পড়েন এক যাত্রাদলে। যাত্রাদলের বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে পরিচিত হন, তবে তাঁকে সবচেয়ে বেশি আকর্ষণ করে হারমোনিয়াম। উনিশ শতকের শুরুতেই ঢাকা বিখ্যাত ছিল বাদ্যযন্ত্রের জন্য। সে সময় পাটুয়াটুলী, শাঁখারি বাজার, ইসলামপুর, তাঁতিবাজারসহ বিভিন্ন জায়গায় গড়ে ওঠে দেশীয় বাদ্যযন্ত্রের দোকান। ঢাকার আমপট্টিতে ছিল হারমোনিয়ামের দোকান ‘দাস অ্যান্ড কোং’। যতীন্দ্র মোহন ঢাকায় এলেন হারমোনিয়াম সম্পর্কে জানতে। চাকরি করতে চাইলেন সে দোকানে। মালিক রাজি হলেন না। যতীন্দ্র মোহন বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুদিন দোকানে হারমোনিয়াম নির্মাণ দেখলেন। এরপর পিসির কাছ থেকে ১২ টাকা ধার নিয়ে নিজেই একটি হারমোনিয়াম তৈরি করলেন। সেটি বিক্রি করলেন ২৫ টাকায়। তারপর সে মুনাফা দিয়ে ১৯১০ সালে আশেক লেনে দোকান খুললেন, নাম দিলেন ‘যতীন অ্যান্ড কোং’। এভাবে তিনি বেশ কিছু হারমোনিয়াম তৈরি করে বিক্রি করলেন। তারপর সে মুনাফা দিয়ে ১৯২০ সালে দোকানটি ইসলামপুরে, এরপর পাটুয়াটুলীতে স্থানান্তর করেন। পাটুয়াটুলীতে দীর্ঘ ৭০-৮০ বছর ছিল। কিন্তু নব্বইয়ের দশকে সাম্প্রদায়িক দাঙ্গায় দোকানটি পুরো ভবন ধ্বংস হয়ে যায়। হারিয়ে যায় দুর্লভ সব বাদ্যযন্ত্র। পরে তাঁর ছেলে সুনীল কুমার মণ্ডল দোকানটি ১৪ নম্বর শাঁখারি বাজারে নতুনভাবে করেন। দোকানটিতে এখন ৩৫-৪০ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করেন। শাঁখারি বাজার ছাড়াও পুরানা পল্টনে খোলা হয়েছে আরেকটি শাখা। যতীন অ্যান্ড কোং-এ হারমোনিয়ামসহ বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরি হয়। এর মধ্যে আছে হারমোনিয়াম, তবলা, গিটার, দোতারা, একতারা, ঢোলক, নাল, মেণ্ডলীন, সারিন্দা, ভায়লীন, খোল, এসরাজ, তানপুরা, সেতার, বেহালা বাঁশি, মৃদঙ্গ, ঢুমকো, ঢোল, জিপসী, খোল, মন্দিরা, কঙ্গো সবই এখানে পাওয়া যায়। তবে সবচেয়ে বেশি পরিমাণে বিক্রি হয় হারমোনিয়াম ও তবলা। #যতীন_এন্ড_কোং #Jatin_&_Co. For More Visit: Website: https://infohunterbd.blogspot.com/ Facebook:   / bdinfohunter  

Comments