Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб বাজেট ও রিলাক্স ট্যুরে কক্সবাজার | Cox's Bazar Budget Tour Plan 2024 | পর্ব ১ | Travel Vlog в хорошем качестве

বাজেট ও রিলাক্স ট্যুরে কক্সবাজার | Cox's Bazar Budget Tour Plan 2024 | পর্ব ১ | Travel Vlog 1 месяц назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



বাজেট ও রিলাক্স ট্যুরে কক্সবাজার | Cox's Bazar Budget Tour Plan 2024 | পর্ব ১ | Travel Vlog

#Maverick_Mithun (M Square) বাজেট ও রিলাক্স ট্যুরে কক্সবাজার | Cox's Bazar budget tour 2024 | পর্ব ১ | Travel Vlog গত ১৪ই মে রাত ৯:১০ মিনিটে কিশোরগঞ্জ থেকে বাসে করে প্রথমে ভৈরব পৌছাই। ভৈরবের দুর্জয় মোড় থেকে রিকশাযোগে চলে যায় ভৈরব রেল স্টেশনে। ভৈরব থেকে মহানগর এক্সপ্রেসে করে আমরা চট্টগ্রাম যাই। ভৈরব থেকে মহানগর এক্সপ্রেসে চট্টগ্রাম পর্যন্ত শোভন চেয়ার আসনের ভাড়া জনপ্রতি ৩১০ টাকা। চট্টগ্রাম পৌঁছে স্টেশনেই ফ্রেশ হয়ে স্টেশন সংলগ্ন একটি হোটেলে সকালের নাস্তা করে সিএনজিতে করে চলে যাই নতুন ব্রিজের কাছের মারছা বাস কাউন্টারের সামনে। মারছা কাউন্টারে ঢুকে জন প্রতি ৪২০ টাকা করে কক্সবাজারের টিকিট কাটি। আমাদের বাস ছাড়ে সকাল ৬ টা ৩৫ মিনিটে। প্রায় 2 ঘন্টা 45 মিনিট ভ্রমণ করে সকাল ৯ টা ২০ মিনিটে কক্সবাজার পৌঁছে যাই। বাস থেকে আমরা নামি ডলফিন মোড়। ডলফিন মোড় থেকে প্রথমে হেঁটে চলে যাই কলাতলী বীচে। প্রচন্ড রোদ থাকার কারণে কলাতলী বীচে বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা চলে যাই কলাতলী থেকে সুগন্ধা বিচ পয়েন্ট এর দিকে হোটেল খোঁজার জন্য। সুগন্ধা বীচে যাবার মোড়ের কাছে মেইন রাস্তায় মেরিন প্লাজাতে আমরা একটা রুম ঠিক করি দুইদিন থাকার জন্য। রুম ভাড়া নেয় দুই দিনের জন্য ২৫০০ টাকা। এরপর হোটেলে ফ্রেশ হয়ে সবাই ক্লান্ত থাকার কারণে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠি বিকাল সাড়ে চারটায় এবং হোটেল থেকে বের হয়ে হোটেলের পিছনে একটি হোটেলে দুপুরের খাবার খাই। খাবারের পর আমরা চলে যাই সুগন্ধা বীচে। সূর্যাস্ত পর্যন্ত পুরো সময়টাই আমরা সুগন্ধা বীচে কাটাই। এরপর আস্তে আস্তে চলে যাই লাবনী বীচের দিকে। লাবনী বীচের কাছের দোকানগুলোতে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে রাতের খাবার খাই। এরপর রাত একটা পর্যন্ত সুগন্ধা বীচে কাটিয়ে হোটেলে ফিরে আসি। আমার প্রথম পর্ব এই পর্যন্তই। কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় পর্বের লিংক    • কক্সবাজারের দর্শনীয় স্থান | প্যারাসেই...   পরবর্তী পর্বে দেখাবো আমি কীভাবে কক্সবাজারের বিভিন্ন পর্যটন স্পট ঘুরে বেরিয়েছি। আমার এই কক্সবাজার-চট্টগ্রাম ভ্রমণ ছিল ২ রাত তিন দিনের। তারিখ অনুযায়ী প্রতিদিনের খরচের হিসাব নিচে দেওয়া থাকলো : বিশেষ দ্রষ্টব্য: এইবার কার ভ্রমণে আমি ও টুর লাভারস অফ কিশোরগঞ্জের ৩ এডমিন সহ মোট চারজন ছিলাম। তাই চারজনের খরচের হিসাব নিচে একত্রে দেওয়া থাকলো এবং সমস্ত খরচের শেষে জনপ্রতি কত খরচ হয়েছে তাও দেওয়া থাকলো। ১৪/০৫/২০২৪, মঙ্গলবার, ০ দিন কিশোরগঞ্জ থেকে ভৈরব পর্যন্ত বাস ভাড়া - ৪০০/- ভৈরবের দুর্জয় মোড় থেকে রেলস্টেশন পর্যন্ত অটো ভাড়া - ৪০/- রাতের খাবার - ২১০/- ভৈরব থেকে মহানগর এক্সপ্রেস এ চট্টগ্রাম পর্যন্ত শোভন চেয়ার আসনের ভাড়া - ১২৪০/- --------------------------------- মোট = ১৮৯০ টাকা ১৫/০৫/২০২৪, বুধবার, ১ম দিন সকালের নাস্তা - ৩৩০/- চট্টগ্রাম রেলস্টেশন থেকে নতুন সিএনজি ভাড়া - ১০০/- চট্টগ্রাম টু কক্সবাজার বাস ভাড়া - ১৬৮০/- কক্সবাজারে দুই দিন হোটেল ভাড়া - ২৫০০/- দুপুরের খাবার - ৬০০/- রাতের খাবার - ৪০০/- --------------------------------- মোট = ৫৬১০ টাকা ১৬/০৫/২০২৪, বৃহস্পতিবার, ২য় দিন সকালের খাবার - ৪২০/- সিএনজি রিজার্ভ করে বিভিন্ন পর্যটন স্পট ভ্রমণ - ১১০০/- দুপুরের খাবার - ৬০০/- রাতের খাবার - ৪২০/- --------------------------------- মোট = ২৭০০ টাকা ১৭/০৫/২০২৪, শুক্রবার, ৩য় দিন সকালের খাবার - ৩৪০/- হোটেল থেকে নাজিয়ারটেক অটো রিজার্ভ ভাড়া - ৩০০/- কক্সবাজার থেকে চট্টগ্রাম বাস ভাড়া - ১৬৮০/- দুপুরের খাবার - ৩৭০/- চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে পতেঙ্গা পর্যন্ত সিএনজি রিজার্ভ ভাড়া - ৩৫০/- পতেঙ্গা থেকে চট্টগ্রাম রেলস্টেশন পর্যন্ত সিএনজি রিজার্ভ ভাড়া - ২৮০/- রাতের খাবার - ৩৯০/- চট্টগ্রাম থেকে ভৈরব পর্যন্ত ট্রেন ভাড়া - ১২৪০/- ভৈরব রেলস্টেশন থেকে দুর্জয় মোড় পর্যন্ত অটো ভাড়া - ৫০/- ভৈরব থেকে কিশোরগঞ্জ বাস ভাড়া ৪০০/- --------------------------------- মোট ৫৪০০/- সর্বমোট খরচ ১৮৯০ + ৫৬১০ + ২৭০০ + ৫৪০০ = ১৫৬০০/- জনপ্রতি খরচ হয়েছে ১৫৬০০ ÷ ৪ = ৩৯০০ টাকা। যারা ভ্রমণসঙ্গীর অভাবে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারছেন না তারা নিঃসন্দেহে নিঃসংকচে ট্যুর লাভারস অফ কিশোরগঞ্জের গ্রুপে জয়েন করতে পারেন। টুর লাভারস অফ কিশোরগঞ্জ এই গ্রুপটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্বল্প খরচে ট্যুর আয়োজন করে থাকে। নিচে এই গ্রুপে জয়েন এর লিংক দেওয়া থাকলো https://www.facebook.com/share/JPsZTM... Sent 1 ------------------------------------------------------------------------------------------------------------------------- Email: [email protected] Facebook:   / debasis.chakraborty.94   Facebook Page:   / maverick.mithun1986   Instagram:   / debasismithun   / Music Credit : YouTube Audio Library =============================== Thanks all.

Comments