Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



টাঙ্গাইল | Tangail 🇧🇩

টাঙ্গাইল বাংলাদেশের রাজধানী ঢাকার ৯৮ কিলোমিটার উত্তর-পশ্চিমের একটি শহর। টাঙ্গাইল নগরী বাংলাদেশের মধ্যাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শহর এবং টাঙ্গাইল জেলার প্রধান শহর। শহরটি লৌহজং নদীর তীরে অবস্থিত। টাঙ্গাইলের নামকরণ বিষয়ে রয়েছে বহু জনশ্রুতি ও নানা মতামত। ১৭৭৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত রেনেল তাঁর মানচিত্রে এ সম্পূর্ণ অঞ্চলকেই আটিয়া বলে দেখিয়েছেন। ১৮৬৬ খ্রিষ্টাব্দের আগে টাঙ্গাইল নামে কোনো স্বতন্ত্র স্থানের পরিচয় পাওয়া যায় না। টাঙ্গাইল নামটি পরিচিতি লাভ করে ১৫ নভেম্বর ১৮৭০ খ্রিষ্টাব্দে মহকুমা সদর দপ্তর আটিয়া থেকে টাঙ্গাইলে স্থানান্তরের সময় থেকে। টাঙ্গাইলের ইতিহাস প্রণেতা খন্দকার আব্দুর রহিম সাহেবের মতে, ইংরেজ আমলে এদেশের লোকেরা উঁচু শব্দের পরিবর্তে ‘টান’ শব্দই ব্যবহার করতে অভ্যস্ত ছিল বেশি। এখনো টাঙ্গাইল অঞ্চলে টান শব্দের প্রচলন আছে। এই টানের সাথে আইল শব্দটি যুক্ত হয়ে হয়েছিল টান আইল। আর সেই টান আইলটি রূপান্তরিত হয়েছে টাঙ্গাইলে। টাঙ্গাইলের নামকরণ নিয়ে আরও বিভিন্নজনে বিভিন্ন সময়ে নানা মত প্রকাশ করেছেন। কারো কারো মতে, ব্রিটিশ শাসনামলে মোগল প্রশাসন কেন্দ্র যখন আটিয়াতে স্থাপন করা হয় তখন এই অঞ্চল জম-জমাট হয়ে উঠে। সে সময়ে ঘোড়ার গাড়ি ছিল যাতায়াতের একমাত্র বাহন, যাকে বর্তমান টাঙ্গাইলের স্থানীয় লোকেরা বলত টাঙ্গা। বর্তমান শতকের মাঝামাঝি পর্যন্তও এ অঞ্চলের টাঙ্গা গাড়ির চলাচল স্থল পথে সর্বত্র। আল শব্দটির কথা এ প্রসঙ্গে চলে আসে। বর্তমান টাঙ্গাইল অঞ্চলের বিভিন্ন স্থানের নামের সাথে এই আল শব্দটির যোগ লক্ষ্য করা যায়। আল শব্দটির অর্থ সম্ভবত সীমা নির্দেশক যার স্থানীয় উচ্চারণ আইল। একটি স্থানকে যে সীমানা দিয়ে বাঁধা হয় তাকেই আইল বলা হয়। টাঙ্গাওয়ালাদের বাসস্থানের সীমানাকে টাঙ্গা+আইল এভাবে যোগ করে হয়েছে টাঙ্গাইল, এ মতটি অনেকে পোষণ করেন। আইল শব্দটি কৃষিজমির সঙ্গে সম্পৃক্ত। এই শব্দটি আঞ্চলিক ভাবে বহুল ব্যবহৃত শব্দ। টাঙ্গাইলের ভূ-প্রকৃতি অনুসারে স্বাভাবিক ভাবে এর ভূমি উঁচু এবং ঢালু। স্থানীয়ভাবে যার সমার্থক শব্দ হলো টান। তাই এই ভূমিরূপের কারণেই এ অঞ্চলকে হয়তো পূর্বে টান আইল বলা হতো। যা পরিবর্তীতে টাঙ্গাইল নাম ধারণ করেছে। ১৮৮৭ সালের ১ জুলাই টাঙ্গাইল পৌরসভা স্থাপিত হয়। প্রতিষ্ঠাকালীন সময় পৌরসভার ওয়ার্ড সংখ্যা ছিল ৫ টি। টাঙ্গাইল জেলার প্রধান পৌর এলাকা টাঙ্গাইল শহর এই উপজেলার অন্তর্গত। এই উপজেলা ১২ টি ইউনিয়ন নিয়ে গঠিত। ইউনিয়ন গুলো হলো - করটিয়া ইউনিয়ন, ঘারিন্দা ইউনিয়ন, গালা ইউনিয়ন, পোড়াবাড়ী ইউনিয়ন, সিলিমপুর ইউনিয়ন , কাকুয়া ইউনিয়ন, কাতুলী ইউনিয়ন,মগড়া ইউনিয়ন , মাহামুদনগর ইউনিয়ন, হুগড়া ইউনিয়ন, দাইন্যা ইউনিয়ন ,বাঘিল ইউনিয়ন... Tangail Sadar (Bengali: টাঙ্গাইল সদর) is an upazila of Tangail District in the Division of Dhaka, Bangladesh. Tangail Sadar is located at 24.2500°N 89.9167°E. It has 116,922 households and total area 334.26 km2. The upazila is surrounded by Kalihati Upazila on the north, Nagarpur and Delduar Upazila on the south, Kalihati and Basail upazilas on the east, and the Jamuna River on the west. Tangail Sadar Upazila is divided into Tangail Municipality and 12 union parishads: Baghil, Danya, Gala, Gharinda, Hugra, Karatia, Katuli, Kakua, Magra, Mahamudnagar, Porabari, and Silimpur. The union parishads are subdivided into 247 mauzas and 276 villages.Tangail Municipality is subdivided into 18 wards and 64 mahallas. টাঙ্গাইল | Tangail 🇧🇩 Music: 1.Bhalo Achi Bhalo Theko | ভালো আছি ভালো থেকো | Violin Cover | Tribute to Salman Shah | Dewan & Co.-    • Bhalo Achi Bhalo Theko | ভালো আছি ভাল...   2.Sei Raate Raat Chilo Purnima | Kishore Kumar | Violin Cover | Dewan & Co.-    • Sei Raate Raat Chilo Purnima | Kishor...   #টাঙ্গাইল #Tangail Copyright ©Off-Trail Bangladesh. Any illegal reproduction of this content in any form will result in immediate action against the person concerned.

Comments