Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



নৌকায় যাত্রী পারাপার

#প্রবল স্রোত আর নানা কারণে মাঝে মাঝেই দুর্ঘটনার ঘটনা ঘটে রাজধানীর বুড়িগঙ্গা নদীতে। এসব দুর্ঘটনা ও এর ক্ষয়ক্ষতি এড়াতে নদী পারাপারে প্রতিটি নৌকায় বয়া, আলো ও লাইফ জ্যাকেট নেই শুধুমাত্র একটি বয়াতেই ভরসা মাঝিসহ যাত্রীদের। সরেজমিন বুড়িগঙ্গায় দেখা যায় সদরঘাট, ওয়াইজঘাট,ডাবঘাট,শ্যামবাজার ঘাটের দিকে যাত্রী পারাপারের জন্য সারি সারি বেঁধে রাখা হয়েছে নৌকা তারা যাত্রী পারাপার করছেন। প্রতিটি নৌকায় লাইফ জ্যাকেট ও বয়া নেই কেরানীগঞ্জের বেশিরভাগ মানুষই এ নৌকা ব্যবহার করে থাকেন। আগে এক নৌকায় ৭ থেকে ৮ জন করে পার করলেও এখন ১০ থেকে ১২ জন নিয়েই পারাপার করছে মাঝিরা। এছাড়াও দু’চারজন মাঝি রাতে আলোর পর্যাপ্ত ব্যবস্থা রেখেছেন বেশিরভাগই নৌকায় রাতে আলো নেই। বেড়েছে অনেক গুণ। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু নৌকায় বয়া দেখতে পেরে স্বস্তি পেয়েছেন তিনি। কর্তৃপক্ষের নজরদারির অভাব রয়েছে। যার ফলে তারা লাইফ জ্যাকেট ছাড়াই মানুষ পারাপার করছে। এতে করে যারা সাতার না জানে তাদের অনেক সমস্যা হয় হঠাৎ দুর্ঘটনা ঘটলে ক্ষয়-ক্ষতি ও হতাহতের সংখ্যা বাড়বে।  মো. জাহাঙ্গীর আলম নামের এক মাঝি বলেন ২৫ বছর ধরে এ ঘাটে নৌকা চালাই। চোখের সামনে অনেক বড় বড় দুর্ঘটনা দেখেছি। সাঁতার না জানায় অনেকেই ডুবে মরেছে এহানে। আপনার নৌকায় লাইফ জ্যাকেট নেই কেন?- জানতে চাইলে তিনি বলেন,আগে ছিলো। জনগণ ব্যবহার করে না বলে বাসায় রেখে এসেছি। তিনি বলেন, প্রথম প্রথম মানুষ লাইফ জ্যাকেট ব্যবহার করতো কিন্তু এখন করে না। #আমাদের এই চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য চোখ রাখুন। https : //R Travel BD/facebook.com    / r   travel BD Raihan-01884482666

Comments