Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб সৈয়দপুরে ঈদে মিলাদুন্নবী (সা:)কে স্বাগত জানিয়ে বিশাল জাশনে জুলুছ в хорошем качестве

সৈয়দপুরে ঈদে মিলাদুন্নবী (সা:)কে স্বাগত জানিয়ে বিশাল জাশনে জুলুছ 3 недели назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



সৈয়দপুরে ঈদে মিলাদুন্নবী (সা:)কে স্বাগত জানিয়ে বিশাল জাশনে জুলুছ

সৈয়দপুরে ঈদে মিলাদুন্নবী (সা:)কে স্বাগত জানিয়ে বিশাল জাশনে জুলুছ ************************************************ নওশাদ আনসারী, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)কে স্বাগত জানিয়ে বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) শহরের জিআরপি চত্বর হতে ওই শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা থেকে সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বিজ্ঞপ্তিতে মিলাদুন্নবীকে থেকে ঈদ বাদ দেওয়ার তীব্র প্রতিবাদ জানানো হয়। * আহলে সুন্নাত ওয়াল জামায়াত সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখা ওই আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। এতে জুমা নামাজের পর বিভিন্ন মসজিদ, খানকাহ, মাদ্রসা থেকে শত শত ধর্মপ্রাণসহ বিভিন্ন ধর্মীয় সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। ‘নুর নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী’, ‘নারায়ে রিসালত-ইয়া রাসুলাল্লাহ’ শ্লোগানে এসময় মুখরিত হয়ে ওঠে পুরো শহর। * পরে জিআরপি চত্বরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা, সালাতো সালাম ও দোয়া অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মাওলানা মোহাম্মদ আলী মিসবাহী। আহলে সুন্নাতের খালিদ আযমের সঞ্চালনায় বক্তব্য রাখেন আহলে সুন্নাতের মাওলানা মঈনুল ইসলাম আল কাদেরী, হাফেজ মাওলানা রিদওয়ান আল কাদেরী, মেরাজ রাসুল, রিদওয়ান আশরাফী, সৈয়্যদ পাপ্পু বাকশি, আজহার সুলতান রিজভী,খলিফা ইসলাম, নাদিম আশরাফী, আসিফ আশরাফী, মাওলানা শাহজাদা আশরাফী প্রমুখ। এছাড়া বিভিন্ন খানকাহ দরবার ও আহলে সুন্নাতের অন্যান্য ব্যক্তিগন বক্তব্য রাখেন। * বক্তারা বলেন, পবিত্র ঈদ মিলাদুন্নবী শুধু বাংলার নয় পুরো বিশ্বের মুসলমানদের হৃদয়ে লালিত এক পবিত্র দিবস। পৃথিবীর সবচেয় বড় আনন্দ র‌্যালি কিন্তু আমাদের বাংলাদেশেই হয়। এটি আমাদের অন্যতম পবিত্র সংস্কৃতি। কিন্তু সম্প্রতি ঈদ মিলাদুন্নবী থেকে ঈদ শব্দটি বাদ দিয়ে যে প্রজ্ঞাপন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক দেওয়া হয়েছিল তা দেখে দেশের কোটি কোটি সুন্নীদের হৃদয়ে আঘাত লেগেছে। যদিও তীব্র প্রতিবাদে পরে তা সংশোধন করা হয়। বক্তারা আরও বলেন, আমরা এই শোভাযাত্র থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই ঈদ মিলাদুন্নবী (সা:) নিয়ে কোন ষড়যন্ত্র আমরা বরদাশত করবো না। প্রয়োজনে রাস্তায় নেমে জীবন দিবে সুন্নীরা কিন্তু ঈদে মিলাদুন্নবী নিয়ে কোন ষড়যন্ত্র কায়েম হতে দেওয়া হবে না। * পরে সালাতো সালাম ও মোনাজাতের দেশবাসী ও মুসলিম উম্মাহর কল্যানে কামনা করে দোয়ার মাধ্যমে শেষ হয় ওই র‌্যালিটি। - Ansari/SDP/APS

Comments