У нас вы можете посмотреть бесплатно Vat Registration Online BD 2024 | Bin Certificate bd | NM Idea или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
Vat Registration Online BD 2024 | Bin Certificate bd | BIN Certificate কি❓ ব্যবসায় একটি অদ্বিতীয় বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (BIN) থাকে। এই নম্বরটি BIN নম্বর বলা হয়। এই নাম্বরটি পেতে হলে জাতীয় রাজস্ব বোর্ড থেকে নিবন্ধন করতে হয়। #bin #binceltificate #vat #nmidea বাংলাদেশে প্রথমে /৯ ডিজিটের এ্যানালগ বিন সার্টিফিকেট দেওয়া হতো, এরপর ২০১৮ সালে অনলাইন হওয়ারপর সেটা ১১ ডিজিট করা হয়েছিল। বর্তমানে নতুন ভ্যাট আইনের অধীনে সকল বিন সার্টিফিকেট ১৩ ডিজিটের। যে সকল ব্যাবসায়ীরা পূর্বের কোন বিন সার্টিফিকেট নিয়েছে, তাদেরকেও অবশ্যই ১৩ ডিজিটের এই বিন সার্টিফিকেট নিতে হবে। 🔺 বিন সার্টিফিকেট করতে কি কি লাগে? 🔺বিন সার্টিফিকেট করতে প্রয়োজনীয় যেই ডকুমেন্ট লাগে নিচে তার লিস্ট দেওয়া হলো।🗂️📁 1. ট্রেড লাইসেন্স 2. জাতীয়পত্র 3. টিন সার্টিফিকেট 4. ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট 5. লিমিটেড কোম্পানি বা পার্টনারশীপ ফার্ম হলে অন্যান্য ডকুমেন্ট 🔺বিন সার্টিফিকেট করার পর ভ্যাট রিটার্ন জমা দিতে হবে কি? বিন সার্টিফিকেট করার পর আপনাকে প্রত্যেক মাসের ১৫ তারিখের মধ্যে গতমাসের বিক্রয়ের উপর হিসেব করে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে। ভ্যাট আসুক বা না আসুক, রিটার্ন আপনাকে অনলাইন এবং অফলাইনে অবশ্যই দাখিল করিতে হবে। 📋রিটার্ন দাখিল না করলে কি হবে?📋 রিটার্ন দাখিল না করলে অনলাইনে আপনার তৈরিকৃত সার্টিফিকেটের বিপরীতে অটোমেটিক মাসিক ১০ হাজার টাকা জরিমানা যুক্ত হয়ে যাবে। যেটা যে কোন সময় ভ্যাত অফিস থেকে আদায় করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।। ধন্যবাদ। Contact Gmail I'd [email protected] Find me on. 👉 Facebook page/@nmidea https://bit.ly/44WJzJO 👉 Facebook groups/@nmidea / 666148698953095