Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



বাজরিগার পাখির ডিম পাড়ার লক্ষন, বাজরিগার পাখি পালন

বাজরিগার পাখি পালন করার শুরুতে নতুন দের মনে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আগ্ৰহ থাকে তা হচ্ছে বাজরিগার পাখির ডিম দেয়া নিয়ে। অনেকেই জানতে চায় বাজরিগার পাখির ডিম পাড়ার লক্ষন কি, বাজরিগার পাখির ডিম দেয়ার পর করনীয়, বাজরিগার পাখির ডিম কত দিনে ফোটে, বাজরিগার পাখির ডিম পাড়ার পর করনীয়, এখানে এই সবগুলো বিষয় নিয়ে দরকারি তথ্য তুলে ধরা হয়েছে। বাজরিগার পাখির ডিম পাড়ার লক্ষন গুলোর মধ্যে প্রথমেই রয়েছে বাজরিগার পাখি নিজের বাসা রক্ষা করার প্রবণতা। ডিম দেয়ার আগে বাজরিগার পাখি নিজের বাসা রক্ষা করতে চেষ্টা করে। সহজ ভাষায় এসময় পাখির মধ্যে একরকম রক্ষনাত্বক আচরণ প্রকাশ পায়। এছাড়া এরা বেশি সময় ধরে অন্ধকার ও নিরিবিলি পরিবেশে থাকতে চেষ্টা করে। তাই আপনার উচিত আপনার বাজরিগার পাখিকে নিরিবিলি পরিবেশে থাকার ব্যবস্থা করে দেয়া। পাখি ডিম দেয়ার আগে বাজরিগারের শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা দেয়। এসময় এদের মধ্যে ক্যালসিয়াম জাতীয় খাবার বেশি খাওয়ার প্রবণতা দেখা যায়। সাধারণত যেই বাজরিগার মিনারের ব্লক ও ক্যাটেল ফিসবোন খেতে চায়না সেই পাখি প্রচুর পরিমাণে এগুলো খাওয়া শুরু করে। এই লক্ষনটি দেখেও আপনি বুঝতে পারবেন যে আপনার পাখি ডিমে আসবে। এছাড়া আরো অনেক গুলো লক্ষন রয়েছে বাজরিগার পাখির ডিম পাড়ার। পাখি ডিম পাড়ার আগে পেটের নিচের দিকের অংশ সাদা থেকে হালকা বাদামি রং ধারণ করে। এগুলো ছাড়াও এদের দুই পায়ের মাঝে ফাঁকা অংশটিও বড় হয়ে যায়। সর্বপরি একজন অভিগ্গ ব্রিডার এই বিষয় গুলো খুব সহজেই বুঝতে পারবেন। পাখির পেটে হাত দিয়ে তারা আপনাকে বলে দিতে পারবে আপনার পাখির পেটে ডিম আছে কিনা। তাই কোন অভিজ্ঞ পাখি পালনকারী কে দিয়ে পরিক্ষা করে জেনে নিতে পারেন। ভিডিও টিতে সবকিছু বিস্তারিত দেখানো হয়েছে।

Comments