Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб বাছাইপর্বের ইতিহাসে এটাই কি ব্রাজিলের সবচেয়ে বাজে দল? 🇧🇷 в хорошем качестве

বাছাইপর্বের ইতিহাসে এটাই কি ব্রাজিলের সবচেয়ে বাজে দল? 🇧🇷 2 недели назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



বাছাইপর্বের ইতিহাসে এটাই কি ব্রাজিলের সবচেয়ে বাজে দল? 🇧🇷

বাছাই পর্বের ইতিহাসে এটাই সবচেয়ে বাজে ব্রাজিল দল  হ্যালো বন্ধুরা, সজীব জেনারেল নলেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি, ২০২৬ এর বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলে, ব্রাজিলের অবস্থান নিয়ে। সাথে আরো জানবো ১ম বারের মতো ব্রাজিল এই বিশ্বকাপ মিস করতে যাচ্ছে কিনা? এবং আরো অনেক কিছু। তো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। চলতি মাসে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের সর্বশেষ ম্যাচে,  প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামার  আগে, ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র ভবিষ্যদ্বাণী করেছিলেন, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে খেলবে ব্রাজিল। কিন্তু বাস্তবতা হচ্ছে, ব্রাজিলের এই বিশ্বকাপে সুযোগ পাওয়া নিয়ে দিন দিন শঙ্কা যেনো বেড়েই চলেছে। একমাত্র দল হিসেবে এখন পর্যন্ত সবগুলো বিশ্বকাপ খেলা ব্রাজিল কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে একের পর এক ম্যাচ হেরেই চলেছে। ক্লাবের হয়ে দুর্দান্ত সব নৈপুণ্য দেখানো ভিনিসিউস জুনিয়র, রদ্রিগোরা  যেনো জাতীয় দলের জার্সিতে একেবারেই সাদামাটা। (১১ সেপ্টেম্বর) বিশ্বকাপ বাছাইপর্বের সর্বশেষ ম্যাচে স্বাগতিক প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরে যায় ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ২০০৮ সালের পর এবারই প্রথম জয় পেল প্যারাগুয়ে। এই হারে ব্রাজিল আবারো পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে নেমে এসেছে। এবারের বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত খেলা আট ম্যাচের চারটিতেই হেরেছে ব্রাজিল। মাত্র ৩ ম্যাচে জয় পেয়েছে নেইমার বাহিনী।  বিশ্বকাপ বাছাই পর্বে এতো বাজে শুরু আর কখনোই করেনি ব্রাজিল। ২০০৩ বিশ্বকাপ বাছাই পর্ব থেকে ২০২২ পর্যন্ত হিসেবে ধরলে দক্ষিণ আমেরিকার বাছাই পর্বে ৭১ ম্যাচের মাত্র ৫টিতে হেরেছিল ব্রাজিল! কিন্তূ এই বিশ্বকাপে তাদের ছন্নছাড়া পারফরম্যান্সে খোদ ব্রাজিলের সমর্থকরাই মহা বিরক্ত। ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবো'র তথ্য অনুযায়ী, লাতিন আমেরিকার বাছাই পর্বে এমন বাজে শুরু কখনো করেনি ব্রাজিল। ১৮ ম্যাচের বাছাই পর্বের প্রায় অর্ধেক শেষ। ম্যাচ বাকি ১০টি। আগামী নভেম্বরে চিলির বিপক্ষে নবম ম্যাচটি খেলবে ব্রাজিল। সেই ম্যাচে জয় পেলেও সেলেসাওদের সংগ্রহ দাঁড়াবে ১৩ পয়েন্ট। বাছাই পর্বের অর্ধেক শেষে এর চেয়ে কম পয়েন্ট কখনোয় পায়নি ব্রাজিল। দলের এমন দুর্দশার কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন কোচ দরিভাল জুনিয়র । দায়িত্ব নেয়ার পর কোপা আমেরিকায়ও তার দল খুব একটা ভালো করেনি। বাদ পড়েছে কোয়ার্টার ফাইনাল থেকেই। বিশ্বকাপ বাছাই পর্বেও দলকে কক্ষপথে ফেরাতে পারছেন না তিনি। ব্রাজিলের অধিনায়ক মার্কিনিয়োস দাবি করেন, আত্মবিশ্বাসের অভাবেই তার দল ভালো খেলতে পারছে না। তিনি বলেন,  ‘এই মুহূর্তে আত্মবিশ্বাসটা নেই আমাদের। ম্যাচ জিতে তাই আত্মবিশ্বাস তুলে নিতে হবে। সর্বশেষ ম্যাচে আমরা এটাতেই গুরুত্ব দিয়েছি, কিন্তু আজ তা (আত্মবিশ্বাস) তুলে নিতে ব্যর্থ হয়েছি। বাছাইপর্ব কত কঠিন সেটা আমরা জানি।’ আত্মবিশ্বাস ফেরাতে একে অপরের সঙ্গে সংহতি বাড়ানোর বিষয়ে জোর দিচ্ছেন তিনি।  দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে এখনও অবশ্য বিপজ্জনক অবস্থানে পৌঁছেনি ব্রাজিল। এবারের বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ায় এই অঞ্চল থেকে সরাসরি ছয়টি দল বিশ্বকাপে সুযোগ পাবে। এই মুহূর্তে ৮ খেলায় ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে ব্রাজিল। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে ছয় ও সাতে আছে যথাক্রমে ভেনেজুয়েলা ও প্যারাগুয়ে। অর্থ্যাৎ পা হড়কালেই বিপদে পড়বে ব্রাজিল। বন্ধুরা, আপনি যদি ব্রাজিলের একজন ডাই হার্ট ফ্যান হয়ে থাকেন অনুরোধ করবো ১টি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। কমেন্ট বক্সে আপনাদের কোন কমেন্ট থাকলে লিখতে পারেন। পরবর্তী ভিডিওতে এখান থেকে ৫ জন কমেন্ট কারীর কমেন্ট,  আমরা পাবলিশ করবো। দেখা হবে পরের ভিডিও তে। আসসালামু আলাইকুম #sajibgeneralknowledge #facts #brazil #neymar #worldcup

Comments