Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб যেখানে মাটি খুঁড়লেই বেড়িয়ে আসে সেন সাম্রাজ্যের প্রাচীণ ধ্বংসাবশেষ। || বাংলাদেশ ভ্রমণ-পর্বঃ ১৭ в хорошем качестве

যেখানে মাটি খুঁড়লেই বেড়িয়ে আসে সেন সাম্রাজ্যের প্রাচীণ ধ্বংসাবশেষ। || বাংলাদেশ ভ্রমণ-পর্বঃ ১৭ 1 день назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



যেখানে মাটি খুঁড়লেই বেড়িয়ে আসে সেন সাম্রাজ্যের প্রাচীণ ধ্বংসাবশেষ। || বাংলাদেশ ভ্রমণ-পর্বঃ ১৭

প্রাচীন বাংলার ইতিহাসে একাদশ শতাব্দীর অন্তিমলগ্নে পাল রাজবংশের অবসান ঘটিয়ে সেনদের উত্থান ছিল একটি অত্যন্ত গুরুত্বপূ্র্ণ অধ্যায়। বাংলার পাল রাজবংশের রাজা দ্বিতীয় মহীপালের রাজত্বকালে বারেন্দ্র 'সামন্তচক্রের' বিদ্রোহের সুযোগ নিয়ে সেন রাজবংশের প্রতিষ্ঠাতা বিজয় সেন বাংলায় তাঁর আধিপত্য বিস্তার শুরু করেন এবং অবশেষে রাজা মদনপালের রাজত্বকালে সেনবংশ স্বাধীন সত্ত্বার বিকাশ ঘটান। ভারতবর্ষের ইতিহাসে বাংলার সেন বংশীয় রাজাদের মধ্যে বিজয় সেন, বল্লাল সেন, ও লক্ষ্মণ সেন বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। ১৩১৯ বঙ্গাব্দে বরেন্দ্র অনুসন্ধান সমিতির উদ্যোগে ঐতিহাসিক অক্ষয়কুমার মৈত্রেয় এবং ঐতিহাসিক ও প্রত্নতত্ত্ববিদ রমাপ্রসাদ চন্দ্রের গৌড়রাজমালা গ্রন্থে উল্লেখ করা হয়েছে, রাজশাহী শহরের ১৫ কিলোমিটার পশ্চিমে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কের রাজাবাড়ি নামক স্থানই ছিল রাজা বিজয় সেনের রাজধানী। সেন রাজা বিজয় সেনের ছেলে বল্লাল সেনের লেখা দানসাগর গ্রন্থ থেকে জানা যায়, বিজয় সেনের আগমনস্থানই ছিল বিজয়নগর। এর কিছু দূরেই বর্তমান কদমশহরে প্রদ্যুশ্বর মন্দির এবং প্রকাণ্ড দিঘি তিনি খনন করেছিলেন। রাজা বিজয় সেন সেখানকার মন্দিরে তাঁর পারিবারিক ইষ্টদেবতা সদাশিবের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন বলে ইতিহাসে উল্লেখ পাওয়া যায়। প্রদ্যুমেশ্বর মন্দিরের দিঘির পূর্বপাড় থেকে ১৮৬৫ খ্রিষ্টাব্দে ইংরেজ সিভিলিয়ন সি.টি. মেটকাফ সাহেব একটি শিলালিপি উদ্ধার করেন। ‘দেওপাড়া প্রশস্তি’ নামে পরিচিত ওই শিলালিপিতে উল্লেখ আছে, সেন নৃপতি বিজয় সেন জনহিতার্থে এখানে একটি প্রকাণ্ড দিঘি ও সুউচ্চ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। দিঘির পূর্বপাড়ে ধানখেতের মধ্যে তাঁর নির্মিত মন্দিরের একটি স্তম্ভ এখনো পড়ে রয়েছে। Join this channel to get access to perks:    / @manasbangla   বন্ধুরা , যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট, সেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানলের সঙ্গে থাকবেন এই আশা রাখি । ব্যক্তিগত মতামত ও পরামর্শ দেওয়ার জন্য নিচের মেইল আইডি তে মেইল করুন। [email protected] Stay Connected with me on Social Network : Twitter :   / manasbangla   Facebook :   / manasbangla   Instagram :  / manasbangla  

Comments