У нас вы можете посмотреть бесплатно সাধারন বীমা কর্পোরেশন পদ: জুনিয়র অফিসারMCQ Math Solution Exam Date: 01-11-2024 или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
#mathhelpline #mathhelpline2023 #mathhelpline_written #mathhelpline_mcq সাধারন বীমা কর্পোরেশন Sadharan Bima Corporation পদ: জুনিয়র অফিসার Post: Junior Officer MCQ Math Solution Exam Date: 01-11-2024 / mathhelpline www.facebook.com/mathhelplinebd 41. ৫ ভাগ চিনি এবং ৩ ভাগ মরিচ দিয়ে মিষ্টি সস তৈরি করা হয়। অন্যদিকে ৫ ভাগ মরিচ এবং ৩ ভাগ চিনি দিয়ে ঝাল সস তৈরি করা হয়। ২৪ কাপ মিষ্টি সসের সাথে কত কাপ মরিচ মেশালে ঝাল সস তৈরি করা যাবে? A. ৬ B. ১২ C. ১৬ D. ২৪ E. ৩০ 42. ত্রিভুজের একটি বাহু ৭ সে.মি. এবং অপর বাহু ৪ সে.মি. হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত সে.মি. হতে পারে? A. ২ B. ৩ C. ৪ D. ১১ E. ১২ 43. একটি ব্যাংকে বার্ষিক ২০% সুদের হারে একটি স্থায়ী আমানত করা হয়। ব্যাংকটি অর্ধ-বার্ষিক ভিত্তিতে চক্রবৃদ্ধি সুদ প্রদান করলে আনুমানিক কত বছরে আমানত দ্বিগুণ হবে? A. ২.৫ B. ৩.৫ C. ৫ D. ৫.৫ E. ৬ 44. যদি √(3&√x)=x/5 হয়, তবে x এর মান কত? A. √(5&5^2 ) B. √(6&5^5 ) C. 5 D. √(5&5^6 ) E. 5^6 45. ৬টি সংখ্যার গড় ৬.৮। যদি এদের মধ্যে একটি সংখ্যাকে ৪ দ্বারা গুণ করলে সংখ্যাগুলির গড় বৃদ্ধি পেয়ে ৯.৮ হয়, তবে সংখ্যা ছয়টির মধ্যে কোন সংখ্যাকে ৪ দিয়ে গুণ করা হয়েছে? ২ B. ৩ C.৪ D. ৬ E. ১২ 46. x একটি পূর্ণসংখ্যা যেখানে | x-৩.৫ | less than ২ । x এর কতগুলো মানের জন্য অসমতাটি প্রযোজ্য হবে? A. ২ B. ৩ C. ৪ D. ৫ E. ৬ ৪৭. একজন রাজনৈতিক প্রার্থী একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠান থেকে ১,৭৪৯ টাকা সংগ্রহ করেছেন। যদি প্রতিটি সমর্থক কমপক্ষে ৫০ টাকা প্রদান করে, তাহলে অনুষ্ঠানে উপস্থিত সমর্থকের সর্বাধিক সম্ভাব্য সংখ্যা কত? A. ৩৩ B.৩৪ C.৩৫ D. ৩৬ E. ৩৭ 48. (〖18〗^4×9^(-4))/4^2 = ? A. 0 B. 1 C. 2 D. 3 E. 9 49. ৭ + ৬x৭ + ৬x৭২ + ৬x৭৩ + ৬x৭৪ + ৬x৭৫ + ৬x৭৬ নিচের কোন মানের সমান? A. ৬৭ B. ৬৯ x C. ৭৭ D. ৭৮ E. ৭৯ 50.কামাল গড়ে ঘণ্টা প্রতি 2m মাইল গতিবেগে একটি ট্রিপ শেষ করতে h ঘণ্টা সময় নেয়। যদি রোমেল একটি ট্রিপ 2/3h ঘণ্টায় শেষ করে, তাহলে রোমেলের ঘণ্টা প্রতি গড় গতিবেগ কত মাইল ছিল? A. 1/3 mh B. 2/3 mh C. m D. 3m/h E. 3m 51. একটি সভায় ৭৫০ জন অংশগ্রহণকারীর মধ্যে ৪৫০ জন মহিলা। মহিলাদের অর্ধেক এবং পুরুষদের এক-চতুর্থাংশের বয়স ত্রিশ বছরের কম। অংশগ্রহণকারীদের মধ্যে একজনকে দৈবক্রমে নির্বাচিত করা হলে, নির্বাচিত ব্যক্তির বয়স ত্রিশ বছরের কম হওয়ার সম্ভাবনা কত? A. ১৭ B. ১৯ C.২১ D. ২৫ E. ২৬ 52. x একটি ধনাত্মক পূর্ণসংখ্যা। x কে ৪ দ্বারা ভাগ করা হলে r অবশিষ্ট থাকে এবং x কে ৯ দ্বারা ভাগ করা হলে R অবশিষ্ট থাকে। r2 + R এর সর্বোচ্চ সম্ভাব্য মান কত হতে পারে? x কে ৪ দ্বারা ভাগ করা হলে সর্বোচ্চ r=3 অবশিষ্ট থাকে এবং x কে ৯ দ্বারা ভাগ করা হলে সর্বোচ্চ R=8 অবশিষ্ট থাকে অতএব, r2 + R = 32+8 = 17 A. ১৭ B. ১৯ C. ২১ D.২৫ E. ২৬ 53. যদি x একটি ধনাত্মক সংখ্যা হয় যেখানে -x is less than y is less than 0,তাহলে নিচের কোনটি অবশ্যই ঋণাত্মক হবে? A. (x+y)2 B. (x-y)2 C. (y+x)2 D.x2-y2 E. y2-x2 54. যদি -2 is less than w is less than -1is less than xis less than y is less than 0 is less than z is less than 1 হয়, তবে নিচের কোন গুণফলটি সর্বনিম্ন ? A. wy B. xz C. xy D. xz E. yz 55. কামাল ঢাকা থেকে কুমিল্লার অর্ধেক পথ ঘণ্টা প্রতি ৩০ মাইল বেগে এবং বাকি অর্ধেক ঘন্টা প্রতি ৫০ মাইল বেগে যায়। সব মিলিয়ে তার ৪ ঘণ্টা সময় লাগলে ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব কত মাইল? A. ১৪০ B. ১৫০ C. ১৮০ D. ২২০ E. ২৫০ 56. জলিল একদিনে ৭ একর জমির ঘাস কাটতে পারে। শরিফ এবং জলিল একসাথে কাজ করলে ২২ একর জমির ঘাস কাটতে ২ দিন লাগে। শরিফ একা কাজ করলে ৫ একর জমির ঘাস কাটতে কত দিন সময় লাগবে? A. ৭/২২ B. ৪/৫ C. ৫/৪ D. ২২/৭ E. ৫ 57. দশটি পদের ধনাত্মক ক্রমিক জোড় পূর্ণসংখ্যার ধারার মধ্যমা একটি দুই অঙ্কের পূর্ণ বর্গসংখ্যা। এই ধরনের কয়টি ভিন্ন ধারা সম্ভব? A. ১ B. ২ C.৩ D. ৪ E. ৫ 58. ক্রয়মূল্যের উপর ৮০% লাভ ধরার পর একটি পণ্যের বিক্রয়মূল্য নির্ধারণ করা হল ৪৫ টাকায়। বিক্রয়মূল্য আরো কত টাকা বৃদ্ধি করলে ক্রয়মূল্যের উপর ১০০% লাভ থাকবে? A. ১ B. ২ C. ৩ D. ৪ E. ৫ 59. আয়তক্ষেত্র A এর পরিধি ২০০ মিটার। আয়তক্ষেত্র B এর দৈর্ঘ্য আয়তক্ষেত্র A এর দৈর্ঘ্যের চেয়ে ১০ মিটার কম এবং আয়তক্ষেত্র B এর প্রস্থ আয়তক্ষেত্র A এর প্রস্থের চেয়ে ১০ মিটার বেশি। আয়তক্ষেত্র B একটি বর্গক্ষেত্র হলে, আয়তক্ষেত্র A এর প্রস্থ মিটারে কত? ৪০ B. ৩০ C. ২৫ D. ২০ E. ১০ 60.একটি খেলার মাঠের O বিন্দু থেকে শুরু করে একজন উত্তরদিকে ১০ গজ হেঁটে, তারপর ৬ গজ পূর্বে গিয়ে, এবং এরপর ২ গজ দক্ষিণে গিয়ে P বিন্দুতে পৌঁছায়। O থেকে P বিন্দু কত গজ দূরে অবস্থিত? A. ১০ B. ১২ C. ১৪ D. ১৬ E. ১৮