Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



পানির নিচে জাদুঘর (Underwater Museum)

****যুক্তরাষ্ট্রে সমুদ্র তলদেশে চালু হওয়া একটি জাদুঘর। আন্ডারওয়াটার মিউজিয়াম অব আর্ট (ইউএমএ)। এটাই আমেরিকায় প্রথম ডুবো জাদুঘর।ফ্লোরিডার সাউথ ওয়ালটনে গ্রেটন বিচ স্টেট পার্ক থেকে শূন্য দশমিক ৭ মাইল দূরের উপকূলীয় অঞ্চলে এক একর জমির ওপর গড়ে উঠেছে এই ডুবো স্থাপনা। উত্তর-পশ্চিম উপকূলে সাঁতার দিয়ে সমুদ্র তলদেশে গেলেই চোখে পড়বে জাদুঘরটি। প্রাথমিকভাবে সেখানে রাখা হয় সাতটি ভাস্কর্য। জানা গেছে, প্রতি বছর ১০টি করে ভাস্কর্য যুক্ত করার পরিকল্পনা রয়েছে এ জাদুঘরে।ভাস্কর্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য বিশাল আকৃতির মাথার খুলির কারিগর ভাস্কর ভিঞ্চ টেটাম। কোনও ভাস্কর্যেই দূষণ ও বিষক্রিয়া ঘটাতে পারে এমন উপকরণ ও প্লাস্টিক ব্যবহার করা হয়নি। তাই পরিবেশগতভাবে টেকসই এটি। আয়োজকরা দেখেছেন অভাবনীয় এই শিল্প হয়ে উঠবে সামুদ্রিক প্রাণীদের আবাসস্থল। ইউএমএ জাদুঘর বানানোর মাস্টারমাইন্ড হলেন ফ্লোরিডার কালচারাল আর্টস অ্যালায়েন্স বোর্ড প্রেসিডেন্ট অ্যালিসন উইকি।তিনি জানতেন, পানির নিচে জাদুঘর তৈরি এমন এক স্বপ্ন, যা সত্যি করাটা হবে রোমাঞ্চকর। ডুবো জাদুঘরের জন্য নিজের সংগ্রহে থাকা অক্টোপাস আকারের একটি ভাস্কর্য আর আলোকচিত্রও দিয়েছেন তিনি। কালচারাল আর্টস অ্যালায়েন্স অব ওয়ালটন কাউন্টির আর্ট ইন পাবলিক স্পেসেস প্রোগ্রামের অংশ হিসেবে তৈরি হয়েছে ইউএমএ। ফ্লোরিডার সাউথ ওয়ালটন আর্টিফিসিয়াল রিফ অ্যাসোসিয়েশনের সঙ্গে তাদের যৌথ উদ্যোগে এই শিল্প গড়ে উঠেছে। প্রতিবার ডাইভিংয়ে দর্শনার্থীদের এই জাদুঘর সত্যিকার অর্থে জীবন্ত ও সমৃদ্ধ লাগবে । কারণ, প্রতিবার ডুব দিলেই চোখে পড়বে বিভিন্ন জলজ প্রজাতি । ****মেক্সিকোর ক্যারিবিয়ান সমুদ্র সৈকতের কাছে গ্রীষ্মমন্ডলীয় মাছদের সাঁতার কাটতে দেখা যায় সাগরের তলে বিশেষ একটি জায়গায়৷ এখানেই রয়েছে এক অভিনব জাদুঘর৷যেখানে ৪০০টি ভাস্কর্যে রয়েছে নানা মানুষের প্রতিমূর্তি৷ এ যেন সাগরের পানির নিচে জীবনেরই প্রতিচ্ছবি৷ #Butterflyinfotainment #Underwater #Museum

Comments