Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб গ্রাফিক ডিজাইনে মেয়েদের সাফল্য দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে в хорошем качестве

গ্রাফিক ডিজাইনে মেয়েদের সাফল্য দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে 6 лет назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



গ্রাফিক ডিজাইনে মেয়েদের সাফল্য দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে

“গ্রাফিক ডিজাইনে মেয়েদের সাফল্য দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে” আমাদের স্বপ্নগুলো সবসময়ই আকাশছোঁয়া। আকাশছোঁয়া স্বপ্নগুলো সত্যি হয় তখনি যখন আমরা মেধা-মননকে কাজে লাগিয়ে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি। স্বপ্নগুলো শুধু নিজের নয়, নিজের সাথে আরও অনেকের স্বপ্ন পূরন করার। ছোট থেকে লালন করা স্বপ্নগুলো যখন বাস্তব রূপ পায় তখনই জীবনের সার্থকতা আসে। আজ এমনই এক স্বপ্নচারিণীর গল্প আপনাদের শোনাব যে ছোটবেলা থেকেই নিজেকে প্রকাশ করতে চেয়েছেন বিশ্বদরবারে। আজ আমরা কথা বলছি গ্রাফিক ডিজাইনের সফল শিক্ষার্থী নওশিন ইসলাম ন্যায়নার সাথে, যে ক্রিয়েটিভ আইটি থেকে গ্রাফিক ডিজাইন কোর্স সফল্ভাবে শেষ করে আজ শুধু জাতীয় অঙ্গনে নয় কাজ করছেন আন্তর্জাতিক অঙ্গনে। তিনি IEE Xtreme Programming Compitition এ অংশগ্রহণ করে তাঁদের সাথে কাজ করার সুযোগ পেয়েছেন। এবং এখন পর্যন্ত সফলভাবে কাজ করে যাচ্ছেন। জীবনে সফল হতে হলে আমাদের আশেপাশের মানুষগুলোর সাপোর্ট , পরিবারের সাপোর্টটা খুব জরুরী। প্রতিটি সফল মানুষ প্রতিবন্ধকতাগুলো জয় করতে পেরেছেন সকলের সহযোগিতায়। ন্যায়নাও তার ব্যাতিক্রম নয় ULAB বিশ্ববিদ্যালয়ের পড়াশুনার পাশাপাশি পরিবারের সাপোর্টেই তিনি আজ একজন সফল গ্রাফিক ডিজাইনার। শিক্ষার্থীদের সফলতাই ক্রিয়েটিভ আইটির অনুপ্রেরণা। আমাদের প্রশিক্ষনার্থীরা সফল হয়ে নিজের অবস্থানকে যেমন বিশ্ব দরবারে তুলে ধরছে তেমনি কিন্তু ক্রিয়েটিভ আইটিকে প্রকাশ করছে তাঁদের কাজের মধ্য দিয়ে। আমাদের ফ্রি সেমিনারে আমন্ত্রণ পেতে রেজিস্ট্রেশন করুনঃ goo.gl/ZHboMC আমাদের এক্সপার্টরা থাকছেন আপনাদের সঠিক দিক নির্দেশনা দিতে। আপনারা সবাই আমন্ত্রিত। আমাদের ঠিকানাঃ ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট মমতাজ প্লাজা (৫মতলা) (ল্যাবএইড হাসপাতালের বিপরীত পাশে), বাড়ি# ৭, রোড# ৪, ধানমন্ডি, ঢাকা। ফোনঃ 01990779843, 01990779827, 01624888444

Comments