У нас вы можете посмотреть бесплатно কোমর ব্যথা নাকি কিডনির ব্যথা, কিভাবে বুঝবেন? | ফিজিওথেরাপি চিকিৎসায় ভালো হয়? или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
কোমর ব্যথা নাকি কিডনির ব্যথা, কিভাবে বুঝবেন? | ফিজিওথেরাপি চিকিৎসায় ভালো হয়? কোমরের দিকে অথবা পেছনের সাইডে ব্যথা হলে আমরা অনেকেই ভয় পেয়ে যাই কিডনির সমস্যা হলো বলে । অনেকে আতঙ্কিতও হয়ে যান । আজকে ভিডিওটিতে চেষ্টা করব কোমর ব্যথা এবং কিডনি ব্যথার মধ্যে পার্থক্যগুলো পরিষ্কারভাবে তুলে ধরার। কোমর ব্যথার কারণ কি? মেকানিক্যাল কারণে কোমর ব্যথা হয়ে থাকে যা শরীরের মাংসপেশির ফিটনেস কমে যাওয়া, শারিরিক কর্মক্ষমতা না থাকা বা কর্মক্ষম না হওয়া, বয়স বৃদ্ধি বা বেড়ে যাওয়া, ও ওজনের সাথে সাথে সম্পর্কযুক্ত হয়ে থাকে । তবে সাধারণ ভাবে দেখা যায় যে, মেরুদন্ডের মাংসপেশি বা লিগামেন্ট স্ট্রেচ, পুরো মচকে যাওয়া বা আংশিক ছিড়ে যাওয়া, দুইটি কশেরুকার মধ্যবর্তী স্থানে ডিস্কে সমস্যা জনিত সমস্যা হওয়া, ডিস্ক ফেটে বা ডিস্কের স্থানে আক্রান্ত হয়ে কোনভাবে জেলি বের হয়ে স্নায়ু না নার্ভকে চাপ দেয়া, অথবা মেরুদন্ডের কশেরুকা পরিবর্তনগত কারণে কোমর ব্যথা হয়ে থাকে । কিডনির ব্যথা কেমন হয়? কিডনি রোগের উপসর্গ গুলো কি কি বা ব্যথা কেমন হতে পারে? কিডনি সমস্যা জনিত ব্যথা সাধারণ ভাবে মেরুদনণ্ডের কিছুটা দূরে ডান বা বাম পাশে হয়। এটি যে কোন একপাশে বা দোন পাশে হতে পারে। এটি পেছনের অংশে বা পাঁজরের নিচের অংশে বেশিরভাগ সময় অনুভূত হওয়ার কথা। এই ব্যথা যখন আপনি নড়াচড়া করবেন কথান বুঝতে পারবেন এবং কোমরের দুই পাশেও দেখা যেতে পারে। এই ব্যথা হঠাৎ বা মাঝে মধ্যে আসে, শোয়া থেকে বসা বা যে কোন একপাশ হয়ে সোয়া কোনো কিছুতেই আরাম মেলে না। আমাদের সেবা সমূহ : ভিশন ফিজিওথেরাপি সেন্টার ২০১৩ সাল থেকে ঢাকায় উত্তরায় সেবা দান শুরু করে । ২০২২ সালে ঢাকা বনানীতে সেবা শুরু করে । বর্তমানে উত্তরা এবং বনানীতে অত্যাধুনিক চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে আছে । ভিশন ফিজিওথেরাপি সেন্টারে আপনি কেন আসবেন ? বিভিন্ন ধরনের ব্যথা যেমন- কোমর ব্যথা , হাঁটু ব্যথা , ঘাড়ে ব্যথা এবং বাত ব্যথার জন্য রয়েছে আলাদা আলাদা স্পেশাল ইউনিট। স্ট্রোক , জিবিএস , হেড ইনজুরি , পারকিনসন ডিজিজ সহ নিউরোলজিক্যাল সমস্যা গুলোর জন্য অত্যাধুনিক বিজ্ঞান সম্মত মেশিন এবং হাইলি এক্সপার্ট ফিজিওথেরাপিস্টের সমন্বয়ে স্পেশাল নিউরো রিহ্যাব ইউনিট রয়েছে । আপনি বাসায় বসে নিউরো রিহ্যাব ফিজিওথেরাপি সেবা নিতে পারবেন সহজেই । বাসায় নেওয়ার মত সব ধরনের পোর্টেবল মেশিন আমাদের হোম কেয়ার ইউনিটে রয়েছে । মহিলাদের জন্য স্পেশাল চিকিৎসা ব্যবস্থা রয়েছে বিশেষ করে মহিলাদের ঘন ঘন প্রস্রাব সমস্যা , প্রস্রাব ধরে রাখতে না পারা , সিজার পরবর্তী কোমর ব্যথার জন্য মহিলা এক্সপার্ট থেরাপিস্ট এবং অত্যাধুনিক ডিভাইস সমৃদ্ধ পেল্ভিক কেয়ার ইউনিট । এছাড়া পুরুষদের সমস্যা যেমন প্র-স্টেট সমস্যা , ই-রেক-টাইল ডিস-ফাংশন এবং দ্রুত বীর্য-পাত সমস্যার জন্য আমাদের রয়েছে অত্যাধুনিক ডিভাইস সমৃদ্ধ বিশেষায়িত পেলভিক কেয়ার ইউনিট । যেখানে আপনি পাবেন বিশ্বমানের চিকিৎসা পাওয়ার শতভাগ নিশ্চয়তা । আমদের চিকিৎসা পদ্ধতি সমূহ - ১। ম্যানুয়াল থেরাপি ২। থেরাপিউটিক এক্সারসাইজ ৩। শকওয়েভ থেরাপি ৪। ইলেক্ট্রো আকুপাংচার ৫। লেজার থেরাপি ৬। ক্রায়ো থেরাপি ৭। ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি ৮। পেল্ভিক চেয়ার স্টিমুলেশন ৯ । সব ধরনের ইলেট্রোথেরাপি ধন্যবাদান্তে ডাঃ শোয়াইব আহমেদ, পিটি বিপিটি (ডিইউ-সিআরপি) ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ভিশন ফিজিওথেরাপি সেন্টার, উত্তরা, ঢাকা। পরামর্শের জন্য কল করুন 01760-636324 (সকাল ৯ টা থেকে রাত ৯ টা) এপয়েনম্যান্ট : https://visionphysiotherapy.com/appoi...