Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб কোটা আন্দোলনের ফিতনায় করণীয় কী❓🎤 মতিউর রহমান মাদানী в хорошем качестве

কোটা আন্দোলনের ফিতনায় করণীয় কী❓🎤 মতিউর রহমান মাদানী 1 месяц назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



কোটা আন্দোলনের ফিতনায় করণীয় কী❓🎤 মতিউর রহমান মাদানী

প্রশ্ন: কোটা আন্দোলনের ফিতনায় আজকে বাংলাদেশে ৭৫ জন মারা গেছে, করণীয় কী❓ - ছোট জালিম এবং বড় জালিম কারা❓ - মুসলিমদের উপর কেন আল্লহর আজাব আসে❓ 🎤 মতিউর রহমান মাদানী ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ▌যখন হ-ত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ই জাহান্নামী আবূ বাকরোহ নুফাই বিন হারিস সাকাফী (র) থেকে বর্ণিত, রসূলুল্লহ ﷺ বলেন, দুই জন মুসলিম যখন পরস্পরে বিবাদে লিপ্ত হয়ে একজন অপরজনের ওপর অস্ত্র ধারণ করে তাহলে তারা উভয়ে জাহান্নামের দাঁরপ্রান্তে উপনীত হবে। অতঃপর যদি একজন অপরজনকে হ-ত্যা করে বসে, তাহলে তারা উভয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। অপর বর্ণনাতে রয়েছে, তিনি ﷺ বলেছেন,  যখন দু’জন মুসলিম তরবারি নিয়ে পরস্পর মুখোমুখি হয় তখন হ-ত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়ই জাহান্নামী হয়।  আমি বললাম, হ-ত্যাকারীর বিষয়টিতো পরিষ্কার; কিন্তু নিহত ব্যক্তি এমন (জাহান্নামী) হলো কেন❓  অতঃপর তিনি ﷺ বললেন, কেননা সেও তার সঙ্গীকে হ-ত্যা করার আকাঙ্ক্ষায় ছিল। [সহিহ বুখারী ৬৮৭৫, সহিহ মুসলিম ২৮৮৮, আবূ দাউদ ৪২৬৮, নাসায়ী ৪১২২, আহমাদ ২০৪৩৯, সহীহ আত্ তারগীব ২৮১১] ▬▬▬▬▬▬▬▬▬▬▬ ফিতনার সময় আমরা নিচের হাদিসের উপর আমল করতে পারি: আবু হুরাইরো (র) কর্তৃক বর্ণিত,  রসূল ﷺ বলেন,  ❝ভবিষ্যতে বহু ফিতনা দেখা দেবে। যাতে উপবেশনকারী ব্যক্তি দণ্ডায়মান অপেক্ষা উত্তম হবে, দণ্ডায়মান ব্যক্তি বিচরণকারী অপেক্ষা উত্তম হবে এবং বিচরণকারী ব্যক্তি ধাবমান অপেক্ষা উত্তম হবে। নিদ্রিত ব্যক্তি জাগ্রত অপেক্ষা উত্তম হবে এবং জাগ্রত ব্যক্তি দণ্ডায়মান অপেক্ষা উত্তম হবে।  যে ব্যক্তি তার প্রতি ♦️ উঁকি দিয়ে দেখবে, সে (ফিতনা) তাকে গ্রাস করে ফেলবে। অতএব যে কেউ সে সময় কোন আশ্রয়স্থল পায়, সে যেন সেখানে গিয়ে আশ্রয় গ্রহণ করে।❞ [সহীহ বুখারী (ইফা: ৬৫৭২)] ▬▬▬▬▬▬ ইমাম বারবাহারি  رحمه الله  বলেন, ❝ যখন ফিতনা ছড়িয়ে পড়ে,  তখন আপনারা 📌 ঘরে থাকুন এবং ফিতনার আশপাশ থেকে পালিয়ে যান, এবং ধর্মান্ধতা থেকে সাবধান থাকুন, এবং  এই বিশ্বে মুসলিমদের মধ্যে সমস্ত লড়াইই ফিতনা।❞ [শারহুস সুন্নাহ 7/147]

Comments