Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб শিক্ষক দিবসের জন্য/কবিতা-সুধাদি/কবি শুভ দাশগুপ্ত/কন্ঠে মৌসুমী ঘোষ দাস//Happy Teacher's Day poem в хорошем качестве

শিক্ষক দিবসের জন্য/কবিতা-সুধাদি/কবি শুভ দাশগুপ্ত/কন্ঠে মৌসুমী ঘোষ দাস//Happy Teacher's Day poem 4 недели назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



শিক্ষক দিবসের জন্য/কবিতা-সুধাদি/কবি শুভ দাশগুপ্ত/কন্ঠে মৌসুমী ঘোষ দাস//Happy Teacher's Day poem

#শিক্ষক_দিবসের_জন্য_কবিতা_সুধাদি_কবি_শুভ_দাশগুপ্ত #শিক্ষক #শিক্ষকদিবস #শিক্ষক_দিবস #শিক্ষক #শিক্ষকদিবসকবিতা #Teacher's_day_special_poem #সুধাদি_কবিতা #সুধাদি লেখা-শুভ_দাশগুপ্ত #মৌসুমী_ঘোষ_দাস #বাংলা_কবিতা_আবৃত্তি #সুধাদি #শুভ_দাশগুপ্ত ইস্কুলের শেষ পিরিয়ডে ড্রিল করাতেন সুধাদি। লাইন আকবাকা হলে রাগ করতেন, খিটমিট করতেন, বকুনি লাগাতেন। সুধা দিদিমনি শাড়ির সঙ্গে বেমানান কেডস পরতেন পায়ে। রাগী গম্ভীর মুখ মোটা ফ্রেমের চশমা। খুব রাশভারি। আমরা সুধাদির ওপর বেজায় চটে যেতাম। রোজ ঠাকুরকে বলতাম, কাল সুধাদির খুব জ্বর হোক, যেন ইস্কুল না আসতে পারে। ঠাকুর আমাদের ছোটদের কথা শুনতেনই না। সুধাদি কোনদিন এবসেন্ট হতেন না। আমরা সুধাদিকে মোটেই ভালবাসতাম না। ভালবাসতাম মঞ্জুরী দিদিমনি, গায়ত্রী দিদিমনিকে। ওদের ক্লাস কখনো কামাই করতাম না। ভালবাসতাম কাবেরীদিকে, কী সুন্দর দেখতে ছিলেন। ইস্কুল ছেড়ে কলেজে যাবার সেই রোমাঞ্চকর দিনগুলোয় বড়দি, গায়ত্রিদি কাবেরীদি সবাই বলেছিলেন, “দেখো বড় জায়গায় যাচ্ছ। ইস্কুলের নামটা যেন বজায় রেখো। মার্কশীট আনতে গিয়ে হঠাতই খুব অন খারাপ হয়ে গেল। চেনা ঘরগুলো, চেনা উঠোন, চেনা সিঁড়ি, চেনা ঘন্টা, আর টিচার্স রুম, কলতলা- সব যেন কইছুই যেন কি ভীষণ মায়াময় মনে হল। স্কুলের মাঠের একপাশের সেই অশোক ফুলের গাছটা দেখে হঠাতই কেমন চোখের পাতা ভিজে এলো। দিদিমনিদের সাহায্য করার জন্য রমলা মাসি বলে এক বয়স্কা মহিলা ছিলেন। ঐ স্কুলের সর্বকার্যে বিশারদ। শেষ বেলায় সেই রমলা মাসিকে দেখেও, কেমন যেন স্বজন হারানোর কষ্ট গুমরে উঠলো বুকে। এতগুলো বছর, এতগুলো শীত বর্ষা, গ্রীষ্ম, এতগুলো পরীক্ষা ক্লাস এত ঘটনা বন্ধুদের সঙ্গে এত ঝগড়া সব যেন সিনেমার মত হুহু করে মনে ভিড় করতে লাগল। সত্যি সত্যি খুব কান্না এল। ইস্কুলে আর আসতে হবে না ভাবলেই বুকটা খালি মনে হতে লাগল। শেষদিনে সুধাদিকে দেখেও মন্টা ভারী হয়ে গেল। ভারি চশমার আড়ালে ক্ষীন চোখ, পায়ে কেডস, সাধারন শাড়ি। নিচু হয়ে প্রনাম করতে গেলাম সুধাদিকে। তখন বিকেল সেস হচ্ছে। গোধুলির নরম আলো এসে পড়েছে সুধাদির কপালে। অন্যরকম দেখাচ্ছে সুধাদিকে। প্রনাম করতে না দিয়ে বুকে টেনে নিলেন। তারপর ফুপিয়ে কেদে উঠলেন। রাগ করিস নারে, তোদের কত বকেছি, কত শাস্তি দিয়েছি খুব খারাপ ভেবেছিস আমায় তাই না? ভুল বুঝিস না রে। তোদের ডিসিপ্লিন শেখাতে চেয়েছি। যদি শিখে থাকিস, ভবিষ্যতে তোদেরই ভালো হবে। জীবনে শৃখলা না থাকলে কিছু হয় না রে, কিচ্ছু না। আমার ছেলেটাকেই দেখ না। না লেখাপড়া শিখল, না মার কথা ভাবল। আমার কাছে যতকাল ছিল- চিৎকার চেঁচামেচি। কি অশান্তি, বাবা ছিল না তো, যেন সে দোষ আমার, আমার যত হম্বিতম্বি। এখন তো আর আমার সাথে থাকে না। বিয়ে করে চলে গেছে চুচুড়ায়। দেখ না কদিন ধরে খুব বাতের ব্যাথায় কষ্ট পাচ্ছি। রান্নাবান্নাও করতে পারছি না। যাকগে—তোরা ভাল থাকিস, ডিসিপ্লিনটা বজায় রাখিস। হয়ত আমিও পারিনি –তাই— বাকি কথা সুধাদি আর বলতে পারলেন না। আমার গাল ভাসছে চোখের জলে চোখ মুছে নিলাম। মার্কশীটে জল পড়লে ভবিস্যতে ক্ষতি হবে যে। শুনুন - ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার করুন। আপনার মূল্যবান মন্তব্য করে উৎসাহিত করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন 🙏। চ্যানেল লিংক👇👇 https://www.youtube.com/channel/UCKvp... HR3sbSmf2vmh_g    • মাতৃভাষা দিবসের কবিতা//একুশে ফেব্রুয়...   Facebook page https://www.facebook.com/profile.php?... Facebook https://www.facebook.com/profile.php?... আমাদের যোগাযোগের ঠিকানা 👇 [email protected] আমাদের আরেকটি চ্যানেল লিংক 👇👇 ভালো আবৃত্তি শুনতে চ্যানেলে ক্লিক করতে পারেন 🙏    / @mousumighoshdas4143  

Comments