Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



বিশ্বের ১০ জনপ্রিয় বিপন্ন প্রাণী WORLDS MOST POPULAR 10 ENDANGERED ANIMALS

বিশ্বের ১০ জনপ্রিয়তম বিপন্ন প্রাণী WORLDS MOST POPULAR 10 ENDANGERED ANIMALS ১.মালয়ান টাইগার মালয়শিয়ার জাতীয় পশু মালয়ান টাইগারের স্থানীয় নাম হারিমাউ। বসবাস মালয় দেশের দক্ষিনে ও কেন্দ্রভূমিতে। এই বাঘের দৈর্ঘ্য় সাধারণত সাত থেকে আট ফুট। ২০১৩ সালের গননায় দেখা গেছে, এই বাঘের সংখ্য়া ২৫০ থেকে ৩৪০ এর মধ্য়ে। ২০১৫ সালের আইইউসিএন (IUCN) ঘোষিত রেড লিস্টে এই বাঘটিকে চরম বিপন্ন প্রাণী হিসেবে ঘোষণা করা হয়েছে। ২. ক্রস রিভার গরিলা বসবাস ক্য়ামেরুন ও নাইজেরিয়ার সীমান্তে, পাহাড়ে এবং পাহাড়ের বণভূমিতে। ২০০৮ সালে ক্য়ামেরুন সরকার এই গরিলা প্রজাতির সংরক্ষণের জন্য় সীমান্ত প্রদেশে কাগ ইয়েন গরিলা স্য়াঞ্চুয়ারি ও তাকমান্দা ন্য়াশানাল পার্ক তৈরি করে দেয়। বর্তমানে এই পার্কটি নাইজেরিয়ার ক্রস রিভার ন্য়াশানাল পার্কের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। ২০১৪ সালে গননায় দেখা গেছে এই প্রজাতির প্রাপ্তবয়স্ক গরিলার সংখ্য়া মাত্র ২৫০। ৩. স্পিক্সস ম্য়াকাও এর আরেকটি নাম ছোট্ট নীল ম্য়াকাও। বসবাস প্রত্য়ন্ত উত্তরপূর্ব ব্রাজিল। যেহেতু শুধুমাত্র বড় বড় গাছের কোটরেই এরা বসবাস করে তাই বন-নিধনের কারণে এরা এখন নিশ্চিহ্নপ্রায়। আই ইউ সি এন (IUCN) তালিকা অনুযায়ী এই পাখিটি চরম বিপন্ন প্রজাতির। ২০১৬ সালে মাত্র একটি পাখিকে দেখা গেছে ব্রাজিলের উত্তরপূর্ব বাহিয়ায়। ৪. বোর্নিয়ান ওরাংওটাং এরা নিরিবিলি স্বভাবের বুদ্ধিমান ওরাং ওটাং প্রজাতির প্রাণী। বসবাস দক্ষিন পূর্ব এশিয়ার বরেনো দ্বীপে (এশিয়ার বৃহত্তম ও পৃথিবীর তৃতীয় বৃহত্তম দ্বীপ)। আই ইউ সি এন (IUCN) তালিকা অনুযায়ী প্রকৃতি-নিধন, উন্নয়ন ও চোরাশিকারের ফলে এই প্রাণীটি এখন চরম বিপন্ন। গবেষকদের মতে আগামী ১০-২০ বছরের মধ্য়ে এই প্রাচীনতম প্রাণীটি নিশ্চিহ্ন হতে চলেছে পৃথিবীর বুক থেকে। ৫. আরাকান ফরেস্ট টার্টল এটি পৃথিবীর দূর্লভতম কচ্ছপ এবং চরম বিপন্ন। বসবাস শুধুমাত্র দক্ষিন মায়ানমারের আরাকান পর্বতমালায় এবং বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য় অঞ্চলে। বর্তমানে বিশ্বের কিছু বিখ্য়াত চিড়িয়াখানায় সামান্য় কিছু সংখ্য়ক আরাকান কচ্ছপ সংরক্ষিত অবস্থায় দেখা যায়। ৬. আমুর লেপার্ড এর আরেকটা নাম প্রত্য়ন্ত পূর্বের চিতা। বসবাস, দক্ষিনপশ্চিম রাশিয়ায় ও উত্তরপূর্ব চীনের জিলিন প্রদেশে। আমুর লেপার্ড একমাত্র চিতা যে শীতল বরফের পরিবেশেও থাকতে পারে। আই ইউ সি এন (IUCN) তালিকা অনুযায়ী এই প্রাণীটি বর্তমানে চরম বিপন্ন প্রানী। ২০১৭ সালের গননা অনুয়ায়ী চীন ও রাশিয়া মিলে বর্তমানে এই প্রাণীর সংখ্য়া ৬০। ৭.অ্য়াডাক্স এর অন্য় নাম সাদা আ্য়ান্টিলোপ। বসবাস সাহারা মরুভূমিতে। এরা শুধুমাত্র ঘাস ও গুল্ম খেয়ে বেঁচে থাকে এবং মরুভূমিতে অভ্য়স্থ বলে দীর্ঘদিন জল না খেয়েও থাকতে পারে। আই ইউ সি এন (IUCN) তালিকা অনুযায়ী এই প্রাণীটি এখন চরম বিপন্ন। শুখা, কৃষি, বাস্তুজমি নির্মান ও বেলাগাম চোরাশিকারের ফলে সাহারায় এই প্রাণীটি এখন নিশ্চিহ্ন। গবেষকদের মতে বর্তমানে এই প্রজাতির সংখ্য়া সারা পৃথিবীতে ৫০০ টিরও কম। ৮. হাওয়াইয়ান মঙ্ক সিল এদের আঞ্চলিক নাম জলচর কুকুর। অধিকাংশ সময়েই জলে থাকে, এবং বাদবাকি সময়ে উত্তর পশ্চিম হাওয়াই দ্বীপের পাথুরে জমিতে বা সমুদ্রচরে বসে থাকে। বসবাস উত্তর পশ্চিম ও মূল হাওয়াই দ্বীপপুঞ্জে। বর্তমানে এখানে ৩০০ টি মঙ্ক সিল আছে। ২০১৬ সালের এক গবেষণা অনুযায়ী, সারা পৃথিবীতে এখন মাত্র ১৪০০ হাওয়াই মঙ্ক সিল বেঁচে আছে। ৯. আইব্রেরিয়ান লিঙ্কস বুনো বেড়াল প্রজাতির এই বিরল প্রাণীটির বসবাস দক্ষিন পশ্চিম ইউরোপের আইবেরিয়ান পেনিনজুয়েলায়। আই ইউ সি এন (IUCN) তালিকা অনুযায়ী এই প্রাণীটি বর্তমানে চরম বিপন্ন প্রানী। একবিংশ শতাব্দীর শুরুতে এই নিশ্চিহ্নপ্রায় প্রাণীর সংখ্য়া ছিল মাত্র ১০০। ২০১২ সালের গবেষণায় দেখা যায়, এই সংখ্য়া বেড়ে হয়েছে ৩২৬। ১০. জায়েন্ট পান্ডা পৃথিবীর সবচেয়ে প্রিয় ও জনপ্রিয়তম এই পান্ডাদের বসবাস দক্ষিণ-পশ্চিম চীনের পার্বত্য় বাঁশের জঙ্গলে। আই ইউ সি এন (IUCN) তালিকা অনুযায়ী এই প্রাণীটি বর্তমানে চরম বিপন্ন প্রানী। এখন সারা পৃথিবীতে সর্বমোট ২০৬০টি জায়েন্ট পান্ডা আছে। এদের সংরক্ষনের জন্য় ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড তৈরি করা হয়েছে। যার মাধ্য়মে পৃথিবীর যে কেউ, এখন একজন পান্ডার দায়িত্ব নিতে পারে।

Comments