Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



লা দি কুইমাদা গ্রানদে: ভয়ঙ্কর এক সাপের দ্বীপ | Snake Island | The Deadliest Place On earth

গাছগাছালি আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ব্রাজিলের একটি দ্বীপ। প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে টানলেও সেখানে যাওয়া একেবারেই নিষেধ। আর গেলেও জীবিত ফিরে আসা অসম্ভব। দ্বীপটির নাম ‘লা দ্যা কুইমাদা গ্রানদে’। নামটা যেমন অদ্ভুত, তেমনই রহস্যে মোড়া। দ্বীপটিকে নিয়ে স্থানীয়দের মাঝে বিরাজ করে ভয় আর আতংক। আসলে এটি একটি সাপের দ্বীপ। এখানে কোনো মানুষ বসবাস করতে পারে না। এটি নানা জাতের সাপের রাজত্ব। অনেকে একে স্নেক আইল্যান্ডও বলে থাকে।ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলো থেকে প্রায় ৯৩ মাইল দূরে লা দ্যা কুইমাদা গ্রানদে দ্বীপটির অবস্থান। প্রায় ১১০ একর এলাকা জুড়ে দ্বীপটি বিস্তৃত।সাও পাওলোর স্থানীয়দের মাঝে এই দ্বীপ নিয়ে এক ধরনের আতংক বিরাজ করে। পারতপক্ষে কেউ এই দ্বীপে যাওয়ার সাহস করে না। তবে জাহাজ চলাচলের সুবিধার জন্যে এই দ্বীপে একটি লাইট হাউজ নির্মাণ করার প্রয়োজন পড়ে ১৯০৯ সালের দিকে। এরপর থেকে কিছুদিন অন্তর ওখানে লাইট হাউসের বাতি পরিবর্তন করার জন্যে লোক পাঠানো হত।ধারণা করা হয়, অনেক বছর আগে সাগরের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে দ্বীপটি ব্রাজিলের মূল শহর হতে বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে অনেক সাপ সেখানে আটকা পড়ে পড়ে।ধারণা করা হয়ে থাকে, এখানে দুই হাজারের উপর গোল্ডেন লেন্সহেড রয়েছে এবং দিন দিন এই সংখ্যা বেড়েই চলেছে। কিন্তু মার্সেলোর মতে এখানে সাপের সংখ্যা দিন দিন কমেই চলেছে। বিগত ১৫ বছরে প্রায় ১৫ শতাংশ সাপ কমেছে।এই জঙ্গলের বিষাক্ত সাপগুলো মূলত গবেষণার জন্যে ব্যবহারের অনুমতি রয়েছে এবং শুধুমাত্র গবেষকরাই উপযুক্ত অনুমতি নিয়ে এই জঙ্গলে আসতে পারে। কিন্তু এই সাপের বিষের বেশ চাহিদা রয়েছে বিশ্ব বাজারে।আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি ব্রাজিলের বিষাক্ত এক সাপের দ্বীপ লা দ্যা কুইমাদা গ্রানদে নিয়ে।সেই সাথে আরো আলোচনা করা হয়েছে লা দ্যা কুইমাদা গ্রানদে দ্বীপে যাওয়ার সাহস করতে পারে না কেন? কি বা রহস্য রয়েছে এই আইল্যান্ডে? পুরো ভিডিও জুড়ে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

Comments